নাকাল কোহলিরা, অলরাউন্ডার হারপ্রীত

খেলাধুলা ডেস্ক মে ১, ২০২১, ০২:০৮ পিএম

ঢাকাঃ আহমেদাবাদে প্রথমে ব্যাট করতে নেমে ১৭৯ রানের পুঁজি পায় পাঞ্জাব কিংস। ইনিংসের চতুর্থ ওভারেই প্রভসিমরান সিংয়ের উইকেট হারালেও দলের হাল ধরেন অধিনায়ক লোকেশ রাহুল আর ক্রিস গেইল। তাদের ৮০ রানের জুটিতে প্রাথমিক ধাক্কা সামাল দেয় পাঞ্জাব কিংস। দলীয় ৯৯ রানের মাথায় গেইলকে ফেরান ড্যানিয়েল শামস। ২৪ বলে ৪৬ রানের ঝড়ো ইনিংস খেলে বিদায় নেন গেইল।

এ আইপিএলে উড়ন্ত ফর্মে রয়েছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রথম ছয় ম্যাচে মাত্র একটি ম্যাচে হেরেছে তারা। তাই ছয় ম্যাচে মাত্র দুইটিতে জেতা পাঞ্জাব কিংসের  বিপক্ষে ‘ফেভারিট’ হিসেবেই বিবেচিত হয়েছেন কোহলিরা। কিন্তু মাঠের খেলায় পাত্তাই পায়নি তার দল। উড়ন্ত ব্যাঙ্গালোরকে যেন মাটিতে নামিয়ে এনেছে পাঞ্জাব কিংস!

রানের খাতা খোলার আগেই ফেরত যান নিকোলাস পুরান। এ আইপিএলে এটি তার চতুর্থ ডাক। এরপর দ্রুত ফিরে যান দীপক হুদাও (৫)। শাহবাজ আহমেদের বলে স্কয়ারে ক্যাচ দেন তিনি। রানের খাতা খুলতে পারেননি শাহরুখ খানও। ১ উইকেটে ৯৯ রান থেকে ১১৮ রানে যেতে আরো চারটি উইকেট হারিয়ে চাপে পড়ে পাঞ্জাব কিংস।

সেখান থেকে হাল ধরেন হারপ্রীত ব্রার আর অধিনায়ক লোকেশ রাহুল। শেষ ৩২ বলে এ জুটি যোগ করে ৬১ রান। ১৭ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন ব্রার। অধিনায়ক রাহুল করেন ৫৭ বলে ৯১ রান।

১৮০ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। রিলে মেরেডিথের বলে দেবদূত পাড়িক্কাল বোল্ড হন ৭ রান করে। রানের গতিটাও বাড়াতে পারছিলেন না বিরাট কোহলি আর রজত পাতিদার। ১১ তম ওভারে বোলিং আক্রমণে এসে যেন কোহলিদের মেরুদণ্ডটাই ভেঙে দেন হারপ্রিত ব্রার। তার প্রথম বলে বোল্ড হন বিরাট কোহলি। ৩৪ বলে করেন তিনি ৩৫ রান। দ্বিতীয় বলেই তুলে নেন গ্লেন ম্যাক্সওয়েলের উইকেট।

শেষদিকে ঝড় তুলেন হার্শাল প্যাটেল। শেষ ওভারে আউট হওয়া এ ব্যাটসম্যান ১৩ বলে ৩১ রানের ঝড়ো ইনিংসে হারের ব্যবধানটা কমান। তাকে সঙ্গ দেওয়া কাইল জেমিসন অপরাজিত ছিলেন ১১ বলে ১৬ রান করে।

আগামীনিউজ/জনী