তাসকিনের ৪ উইকেট, তামিমের আক্রমণ

খেলাধুলা ডেস্ক মে ১, ২০২১, ০১:৪৯ পিএম

ঢাকাঃ তৃতীয় দিন সকালেই শ্রীলঙ্কান শিবিরে আঘাত হানেন তাসকিন। মুশফিকুর রহিমের অসাধারণ ক্যাচে তালুবন্দী হন রমেশ মেন্ডিস। সেই সাথে ইনিংস ঘোষণা করে দেয় শ্রীলঙ্কা। রমেশ করে ৬৮ বলে ৩৩ রান। ৮ চার ও ১ ছক্কায় ৭২ বলে ৭৭ রানে অপরাজিত থাকেন নিরোশান ডিকভেলা। শ্রীলঙ্কা সংগ্রহ করে ৭ উইকেটে ৪৯৩ রান।

তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ের সামনে ৭ উইকেটে ৪৯৩ রান নিয়ে ইনিংস ঘোষণা করেছে শ্রীলঙ্কা। জবাবে প্রথম টেস্টের মতোই আক্রমণাত্মক শুরু করেছেন তামিম। টেস্টে টানা চার অর্ধশতক হাঁকালেন তামিম। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৯৯ রান।

সিরিজ জুড়েই দুর্দান্ত বোলিং করতে থাকা তাসকিন এই ইনিংসে ১২৭ রান খরচায় শিকার করেছেন ৪টি উইকেট। টেস্টে এটিই তার ক্যারিয়ার সেরা বোলিং। এছাড়া শরিফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম ১টি করে উইকেট পেয়েছেন।

বড় রানের জবাবে ব্যাটিং করতে নেমে আক্রমণাত্মক শুরু করেছে বাংলাদেশও। স্বভাবসুলভ গতিতে বাউন্ডারির ফুলঝুরি ছিটিয়ে অর্ধশতক তুলে নিয়েছেন তামিম। ৫৭ বলে ৫০ রান স্পর্শ করেন তামিম। টেস্ট ক্যারিয়ারে এটি তার ৩১তম অর্ধশতক। এই সিরিজে এটি তামিমের টানা তৃতীয় অর্ধশতক এবং চলতি বছর টেস্টে এটি তামিমের টানা চতুর্থ অর্ধশতক। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত ৭৪, ৯০ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫০ রান করেছিলেন।

চা বিরতি পর্যন্ত বাংলাদেশ খেলেছে ২৭ ওভার, রান তুলেছে ৯৯। তামিম অপরাজিত আছেন ৯৬ বলে ৭০ রান। ১১টি চার হাঁকিয়েছেন তিনি।

আগামীনিউজ/জনী