ঢাকাঃ পাকিস্তানের তিন ফরম্যাটের নেতৃত্ব কাঁধে নেওয়ার পর থেকে অনেক নেতিবাচক মন্তব্য শুনে যাচ্ছেন বাবর আজম।
নিজ দলের ওপর নিয়ন্ত্রণ নেই অধিনায়কের। অধিনায়কের কথা ঠিকভাবে পালন করেন না দলের অভিজ্ঞরা। দল পরিচালনার সিদ্ধান্তগুলো একা নিতে পারেন না অধিনায়ক। অধিনায়ক নিজের খেলা নিয়েই বেশি মনোযোগী।
অধিনায়কত্ব বিষয়ে বাবরের বিরুদ্ধে সবশেষ এমন মন্তব্য করেছেন দেশটির সাবেক অধিনায়ক ও স্পিনিং অলরাউন্ডার শোয়েব মালিক।
আর এতদিন সিনিয়র ও সাবেকদের এমন সব মন্তব্যে মুখ না খুললেও এবার চটেছেন বাবর। কড়া ভাষায় শোয়েব মালিককে জবাব দিয়ে দিলেন তিনি।
বাবার সাফ জানিয়ে দিয়েছেন, অধিনায়ক হিসেবে দলের যে কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন তিনিই। সিনিয়রদের এ ধরনের উটকো মন্তব্য না করাই শ্রেয়।
এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাবর বলেন, ‘এই আলোচনার একটা ইতি আসা উচিত। প্রতিবার এই একই প্রশ্ন করা হচ্ছে যে, যা বিরক্তিকর পর্যায়ে চলে এসেছে। তারা বলছেন, আমার নাকি দলের ওপর নিয়ন্ত্রণ নেই। কিন্তু আপনারা মাঠেই দেখছেন, সব সিদ্ধান্ত আমিই নিয়ে থাকি। দলের একাদশও আমি সাজাই, টিম ম্যানেজমেন্ট নিজেদের মন্তব্য দেয়। অধিনায়ক হিসেবে আমার দায়িত্ব-কর্তব্য বেশ বুঝি আমি।’
আগামীনিউজ/জনী