ঢাকাঃ কলকাতার সাবেক ক্রিকেটার ম্যাককালাম বর্তমানে দলের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন। প্রথম ম্যাচে জয় পাওয়ায় পরের দুই ম্যাচে কলকাতা পরীক্ষানিরীক্ষা করেনি। তবে ম্যাককালামের মতে, এখন দলে পরিবর্তনের প্রয়োজন রয়েছে।
আইপিএলে বর্তমানে চলছে দুই শহর মুম্বাই ও চেন্নাইয়ে। এখন পর্যন্ত যে তিনটি ম্যাচ কলকাতা খেলেছে, সবগুলো ম্যাচেরই ভেন্যু ছিল চেন্নাই। দলটির পরের ম্যাচ মুম্বাইয়ে। সেখানে একটু ভিন্ন থাকবে উইকেট। আর জয়টাও গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে ম্যাককালাম ও তার ম্যানেজমেন্ট পরিবর্তন আনবেন একাদশে।
জয় দিয়ে আসর শুরু করলেও টানা দুই ম্যাচে হার দেখেছে কলকাতা নাইট রাইডার্স। এতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসরের শুরুতে দলটির পরিকল্পনা একটু হোঁচট খেয়েছে। এমন পরিস্থিতিতে দলে পরিবর্তনের কথা জানিয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম।
ম্যাককালাম বলেন, ‘পরের ম্যাচে একাদশে কিছু পরিবর্তনের আশা করছি। ভেন্যুও বদলাচ্ছে, খেলতে হবে মুম্বাইয়ে। তবে আমাদের কিছু জায়গায় উন্নতি করে ঘুরে দাঁড়াতে হবে।’
এখন পর্যন্ত তিন ম্যাচ খেলা কলকাতা প্রতি ম্যাচেই একই একাদশে নিয়ে নেমেছে। বিদেশি হিসেবে অধিনায়ক ইয়ন মরগানের পাশাপাশি খেলছেন সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল ও প্যাট কামিন্স। পরের ম্যাচে একাদশে পরিবর্তন আসলে পরিবর্তন আসতে পারে চার বিদেশির তালিকায়ও।
আগামীনিউজ/জনী