ঢাকাঃ ভারতীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএল নিজের শহরে আয়োজনের জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন লন্ডনের মেয়র সাদিক খান। করোনাকালে আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে ভারতীয় এ টুর্নামেন্ট কর্তৃপক্ষের সঙ্গে প্রাথমিক আলোচনাও শুরু করে দিয়েছে ক্লাব।
সাদিক খান বলেন, আইপিএলের ম্যাচ হতে পারে লন্ডনে। শুধু তাই নয়। হতে পারে পুরো দেশজুড়ে। আর এটা করা গেলে অনেক দর্শক টানা যাবে। লন্ডনের মেয়র হয়ে খেলাধুলার দিকে নজর দিয়ে ইতোমধ্যেই সুনাম কুড়িয়েছেন সাদিক খান।
আগামী ৬ মে নির্বাচনে লেবার পার্টি থেকে ফের লন্ডনের মেয়র পদে নির্বাচিত হতে চান তিনি। আইপিএলের ম্যাচ আয়োজনের প্রতিশ্রুতি দিয়ে জনগণকে মুগ্ধ করাই এখন তার লক্ষ্য। যাতে করে নিজের পক্ষে টানতে পারেন লন্ডনবাসীর ভোট।
লন্ডনের এক ক্রিকেট ক্লাবে সাদিক খান বলেন, ‘সারে ভারতের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কথা চালিয়ে যাচ্ছে। আলোচনা হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই ও আইপিএলের কর্তা-ব্যক্তিদের সঙ্গেও। প্রথম ধাপটা হতে পারে প্রীতি ম্যাচ ও প্রদর্শনী ম্যাচ দিয়ে। আলোচনায় অগ্রগতি হলে করোনাকালে যেমনটা হচ্ছে তেমনভাবেই চলতি বছরই আমরা তাদের আনতে চাই।’
করোনা মহামারি শেষে লন্ডনকে নতুন করে সাজাতে চান সাদিক। বিরাট কোহলি, রোহিত শর্মা ও রিষভ পন্তদের দেখার জন্য লন্ডনবাসী মুখিয়ে রয়েছেন।
এছাড়া পর্যটন শিল্পের উন্নয়নের জন্য লন্ডনে আইপিএল আয়োজন করতে চান। জনগণকে এখন আপাতত সেটাই বোঝাচ্ছেন সাদিক খান, ‘শীর্ষ প্রতিযোগিতাগুলো উপভোগ করতে মাঠে যেতে না পারাটা অনেক ক্রীড়া অনুরাগী লন্ডনবাসীর জন্য কষ্টের। কিন্তু মহামারির পর আমরা আরও উন্নত, আরও উন্মুক্ত এবং সমৃদ্ধশালী শহর বানাতে পারব।
যদিও এর আগে বেশ কয়েকবার দেশের বাইরে আইপিএল আয়োজন করেছে বিসিসিআই। কিন্তু লন্ডনের মাটিতে আইপিএল আয়োজনে বিসিসিআই থেকে কোনো সংকেত পাওয়া যায়নি।
আগামীনিউজ/জনী