প্রধানমন্ত্রীকে তাসকিনের ধন্যবাদ

খেলাধুলা ডেস্ক এপ্রিল ১০, ২০২১, ০২:৪৬ পিএম

ঢাকাঃ করোনার দ্বীতিয় ডোজ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিসিবিকে ধন্যবাদ জানালেন ক্রিকেটার তাসকিন। আগামী ১২ তারিখ শ্রীলঙ্কার উদ্দেশ্যে যাত্রার লক্ষ্যে ১০ এপ্রিল করোনার টিকা নিয়েছেন জাতীয় দলের তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ, শরিফুল ইসলাম। এছাড়া ক্রিকেট অপারেশন্সের ডেপুটি ম্যানেজার শাহরিয়ার নাফীস, প্রধান কোচ রাসেল ডমিঙ্গোসহ পুরো কোচিং, বিসিবির স্টাফসহ মোট ২৯ জন টিকা গ্রহণ করে। শনিবার কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে তারা টিকা নিয়েছেন।

টিকা গ্রহণের পরে তাসকিন সবার নিকট দোয়া চেয়ে বলেন, সবাই দোয়া করেন আল্লাহ যেন আমাদের সুস্থ রাখে। শ্রিলংকা সফরে সেরাটা দিয়ে খেলতে পারলে ভালো কিছু হবে ইনশা-আল্লাহ। ওখানে গিয়েও সময় পাবো কিছুদিন, আশা করি ভালো কিছু হবে।

তিনি বলেন, সত্যি কথা বলতে বর্তমানে করোনার পরিস্থিতিটা একটু কঠিন। এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হলে আমাদের নিজেদের আরও সচেতন হতে হবে। নিজেরা যদি সচেতন না হই তাহলে আরও খারাপ অবস্থার সৃষ্টি হবে।

ক্রিকেট জগতে বাংলাদেশের ক্রিকেটাররাই প্রথমবারের মতো করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন। এই সুযোগ করে দেওয়ায় ক্রিকেট বোর্ড ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তাসকিন।

আগামীনিউজ/জনী