কেকেআরের সেরা একাদশে সাকিব

খেলাধুলা ডেস্ক এপ্রিল ৭, ২০২১, ১২:০২ পিএম
কেকেআরের মাঠে সাকিব আল হাসান

ঢাকাঃ আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদে ২০১৯ সালে ছিলেন সাকিব। নিয়মিত ম্যাচ খেলার সুযোগ সেবার না হলেও হতাশ হয়ে বসে থাকেননি বিশ্বসেরা এই অলরাউন্ডার। নিজেকে প্রস্তুত করেন বিশ্বকাপের জন্য।

২০১৯ এর আইসিসি বিশ্বকাপে বাজিমাত করেছিলেন সাকিব। তিনি ছিলেন প্রথমবারের মতো টুর্নামেন্টের সেরা। সেই পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবেই বিশ্ব ক্রিকেটে আরেকবার নজড় কেড়ে নিয়েছেন সাকিব। আইপিএলও ছিল এমন।

২০১২ সালে প্রথমবার কেকেআর যখন চ্যাম্পিয়ন হয়েছিল, সাকিব তখন ২২ গজের মধ্যেই।

২০১৪ সালে কেকেআর আবারও আইপিএলে চ্যাম্পিয়ন। তাই, চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ নেওয়ার অভিজ্ঞতা আগেই ছিলো তার।

গত আসরের মতোই কলকাতা নাইট রাইডার্সের পক্ষে এবারও ইনিংস উদ্বোধন করবেন শুবমান গিল ও রাহুল ত্রিপাটি। টপ অর্ডারে আরও থাকছেন নিতিশ রানা ও ইয়ন মরগান। মিডল অর্ডারের শক্তি ও বোলিং বিভাগ সমৃদ্ধ করবেন আন্দ্রে রাসেল ও সাকিব। তার আগেই উইকেটরক্ষক ও সাবেক অধিনায়ক দীনেশ কার্তিক।

আগামীনিউজ/জনী