বিশ্বকাপ জেতানোর পরই অবসর- সাকিব

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২, ২০২১, ১১:১৫ এএম
ফাইল ছবি

ঢাকা:  ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে ভারতে অবস্থান করছেন সাকিব। কিন্তু বাংলাদেশ দলকে বিশ্বকাপ না জিতিয়ে অবসরে যাচ্ছেন না সাকিব আল হাসান। বৃহস্পতিবার (১এপ্রিল) রাতে ফেসবুক লাইভে এসে এক সাক্ষাতকার দেয়ার সময় এমন কথা বলেন তিনি।

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ক্যাম্পে যোগ দেয়ার আগে ১৪ দিনের কোয়ারেন্টিনে রয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা।

লাইভে সাকিবের কাছে প্রশ্ন করা হয়, ‘বাংলাদেশ বিশ্বকাপ জিতবে কবে?’ জবাবে সাকিব বলেন, ‘২০২৩।’

সঙ্গে সঙ্গে প্রশ্ন করা হয়, ‘কেনো?’ সাকিব উত্তর দেন, ‘আমার শেষ বিশ্বকাপ।’

সঞ্চালক হাসতে হাসতে বলেন, ‘এটা রেকর্ড হচ্ছে। ২০২৩ সালে আমরা বিশ্বকাপ জিতবো। যদি না জিতি তাহলে ক্লিপটা ছেড়ে দিতে হবে।’
 
কথা কেড়ে নিয়ে সাকিব বলেন, ‘না জিতলে ২০২৭ পর্যন্ত খেলবো।’ সঞ্চালক যোগ করেন, ‘বিশ্বকাপ জিতিয়েই আপনি অবসরে যাবেন।’ সাকিব বলেন, ‘ইনশাল্লাহ’।

এদিকে শুক্রবার (২এপ্রিল) বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় কলকাতা নাইট রাইডার্সের ইনস্টাগ্রামে লাইভ হবেন সাকিব। 

এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘কেকেআরের ফ্যানসরা কেমন আছেন? নিশ্চয়ই অনেক এক্সাইটেড, আমিও এক্সাইটেড কেকেআরে আবারও যোগ করতে পেরে। ইনস্টাগ্রাম লাইভে আমার সঙ্গে যুক্ত হোন। আমার জন্য প্রশ্ন তৈরি করুন। চেষ্টা করবো বেশিরভাগ উত্তর দেয়ার। দেখা হচ্ছে দ্রুত।’

আগামী ৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে আইপিএলের ১৪তম আসর। ১১ এপ্রিল নিজেদের প্রথম খেলায় মাঠে নামবে কলকাতা।

আগামীনিউজ/মালেক