মাদ্রিদ ডাকলেই চলে আসবেন রোনালদো!

খেলাধুলা ডেস্ক মার্চ ২৪, ২০২১, ০৬:১১ পিএম
ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ মৌসুম শেষ হওয়ার আগেই আগামী দলবদলের বাজার সরগরম হয়ে উঠেছে বিশ্বের সেরা দুই ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসির সম্ভাব্য ট্রান্সফার নিয়ে। মেসি তো ক্লাব ছাড়বেন- এই কথার ওপর পুরোপুরি স্থির রয়েছেন তিনি।

অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছেড়ে দিচ্ছে জুভেন্টাস- এই খবরেও সরগরম ফুটবলাঙ্গন। এমন পরিস্থিতিতে মাদ্রিদভিত্তিক জনপ্রিয় পত্রিকা মার্কা রিপোর্ট প্রকাশ করেছে, ‘যদি জুভেন্টাস ছেড়ে দেয়, তাহলে রিয়াল মাদ্রিদ লুফে নিতে পারে সিআর সেভেনকে।’

কিছুদিন আগে রিয়াল কোচ জিনেদিন জিদানও স্পষ্ট বলে দিয়েছেন, তারা বিষয়টার প্রতি নজর রাখছেন। জিদান বলেছিলেন, ‘সম্ভবত। তিনি তো এখন জুভেন্টাসের ফুটবলার। যদি তারা ছেড়ে দেয়, তাহলে আমরা চেষ্টা করবো।’

যদিও ট্যাক্স সম্পর্কিত জটিলতা রয়েছে। তবে যে টুকু জানা যাচ্ছে, তাতে বোঝা যায়, জুভেন্টাস ছেড়ে দিলেই রোনালদোকে লুফে নিতে পারে রিয়াল মাদ্রিদ।

রিয়াল অধিনায়ক সার্জিও রামোস সম্প্রতি তার সাবেক সতীর্থ সম্পর্কে বলেন, ‘আমি কোনোভাবেই তাকে (রোনালদো) যেতে দিতাম না। কারণ, সে হচ্ছে বিশ্বের সেরা একজন ফুটবলার। সম্ভবত সে আমাদেরকে শিরোপা জয়ের কাছাকাছিও নিয়ে যেতে পারতো।’

জানা যাচ্ছে, রোনালদো নিজেই চান জুভেন্টাস ছাড়তে এবং মাদ্রিদে এসে পুরনো সতীর্থদের সঙ্গে এক হতে। লজ ব্লাঙ্কোজরাও বিশ্লেষণ করছে, তারা রোনালদোর ব্যাপারে চুক্তি করবে কী করবে না- এ নিয়ে। তারা উভয় পক্ষই জানে, ২০১৮ সালের পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি এক নয়।

আগামীনিউজ/নাসির