ঢাকাঃ নেপালে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগের দিন বাংলাদেশ দলে করোনার হানা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ফুটবল দলের স্ট্রাইকার রাকিব হোসেন।
এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ২০ মার্চ রাকিবের দ্বিতীয় করোনা টেস্ট করা হবে। যদি ফল নেগেটিভ আসে তাহলে দুই দিন পর নেপালে যাবেন তিনি।
বাংলাদেশ ও নেপালের পাশাপাশি ত্রিদেশীয় টুর্নামেন্টে অংশ নিচ্ছে কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দল। আগামী ২৩ মার্চ শুরু হয়ে টুর্নামেন্টটি চলবে ২৯ মার্চ পর্যন্ত। রাকিব যেতে না পারলেও আজ ৩২ সদস্যের বহর নিয়ে নেপালের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ।
ত্রিদেশীয় টুর্নামেন্টের বাংলাদেশ দল:
গোলরক্ষক: আনিসুর রহমান, শহীদুল আলম ও আশরাফুল ইসলাম;
ডিফেন্ডার: বিশ্বনাথ ঘোষ, রিমন হোসেন, টুটুল হোসেন বাদশা, রিয়াদুল হাসান, রহমত মিয়া, ইয়াসিন আরাফাত, মোহাম্মদ ইমন, মেহেদী হাসান ও হাবিবুর রহমান সোহাগ;
মিডফিল্ডার: মাসুক মিয়া জনি, সোহেল রানা, জামাল ভূঁইয়া ও মানিক হোসেন মোল্লা;
উইঙ্গার/ফরোয়ার্ড: বিপলু আহমেদ, মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, সাদ উদ্দিন, সুমন রেজা, মোহাম্মদ আব্দুল্লাহ ও মেহেদি হাসান রয়েল।
করোনাভাইরাসে আক্রান্ত: রাকিব হোসেন।
আগামীনিউজ/নাসির