দাপুটে জয়ে শেষ আটে ম্যানসিটি

খেলাধুলা ডেস্ক মার্চ ১৭, ২০২১, ০২:২৩ পিএম
ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) ধারাবাহিকতা ইউরোপ সেরার লড়াই উয়েফা চ্যাম্পিয়নস লিগেও (ইউসিএল) ধরে রেখেছে ম্যানচেস্টার সিটি। শেষ ষোলোর দ্বিতীয় লেগের খেলায় বরুশিয়া মনশেনগ্লাদবাখকে ২-০ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করে সিটিজেনরা।

ইংল্যান্ড ভ্রমণে নিষেধাজ্ঞা থাকার কারণে ম্যানসিটিকে হোম ম্যাচ খেলতে হয় বুদাপেস্টে। বুধবার রাতে পুসকাস অ্যারেনায় সিটির হয়ে গোল দুইটি করেন কেভিন ডি ব্রুইনা ও গুন্ডোগান।

প্রথমার্ধের ১২ মিনিটে রিয়াদ মাহারেজের সহায়তায় গ্লাদবাখের জালে বল জড়ান ডি ব্রুইনা। এর ৬ মিনিট পরই দ্বিতীয় গোলের দেখা পায় পেপ গার্দিওলার দল। এবার ফিল ফডেনের বাড়ানো পাসে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন গুন্ডোগান। এই দুই গোলেই শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে সিটি।

বাকিটা সময় ‍দুই দল একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি। প্রথম লেগে ২-০ গোলে জেতায় দুই লেগ মিলিয়ে ৪-০ গোলের জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে যায় সিটি।

সবধরণের প্রতিযোগিতায় সর্বশেষ ২৫ ম্যাচের মধ্যে ২৪ ম্যাচেই জেতে ডি ব্রুইনারা। টানা ৮ মৌসুমে সবধরণের প্রতিযোগিতায় ১০০ গোলের বেশি করে গার্দিওলার শিষ্যরা। টানা ৯ মৌসুম এই রেকর্ড রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের।

আগামীনিউজ/নাসির