ঢাকাঃ সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ৫০ ওভারের পরিবর্তে আগামী ৬ মে টি-টুয়েন্টি ফরম্যাটে শুরু হবে দেশের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। আজ এ বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশ (সিসিডিএম) ক্রিকেট কমিটির চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ জানান, দুই দফায় অনুষ্ঠিত হবে লিগটি।
প্রথমত, ৬-১০ মে পর্যন্ত চলবে লিগের প্রথম অংশ এবং ঈদুল ফিতরের ছুটি ও শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশর তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য এটি ২৫ দিন বন্ধ থাকবে। শ্রীলংকা চলে যাবার পর, লিগের পরবর্তী অংশ হবে ৩১ মে থেকে ১৭ জুন পর্যন্ত।
আজ সভা শেষে ইনাম আহমেদ বলেন, ‘ডিপিএলের অংশগ্রহণকারী ১২ ক্লাবের সাথে বৈঠকের পর আগামী ৬ মে লিগ শুরু করার সিদ্ধান্ত নিয়েছি আমরা।’
তিনি আরও বলেন, ‘আমাদের হাতে পর্যাপ্ত সময় নেই। আপাতত, আমরা দু’টি উইন্ডো পেয়েছি এবং সেই সময়ের মধ্যে লিগটি শেষ করতে হবে। লিগটি টি-টুয়েন্টি ফরম্যাটে করতে আমরা সকলেই একমত পোষন করেছি।’
ইনাম আরও বলেন, ‘আমাদের খেলোয়াড়দের স্বার্থ বিবেচনা করতে হবে, একই সাথে আমাদের ক্লাবগুলির স্বার্থও বিবেচনা করা উচিত। যারা কোভিড-১৯ পরিস্থিতির কারণে আর্থিকভাবে সমস্যায় পড়েছে। স্পনসররা ইতিবাচক সাড়া দিবে কি-না তা নিয়ে আমরা সন্দেহ করছি। এই সকল বিষয় বিবেচনা করে, আমরা বোর্ড সভাপতির সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবো (আর্থিক ক্ষেত্রে) আমরা কতটা সমন্বয় সক্ষম হবো।’
আগামীনিউজ/নাসির