ঢাকাঃ স্প্যানিশ লা লিগায় রীতিমত উড়ছে দিয়েগো সিমিওনের দল অ্যাটলেটিকো মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনাকে পেছনে ফেলে এবার নিশ্চিতই বলা যায় লা লিগা শিরোপা জিতে নেবে অ্যাটলেটিকো। কিন্তু সেই দলটিই কি না চ্যাম্পিয়ন্স লিগে এসে পুরোপুরি ভিন্না চেহারায়।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাতে শেষ ষোলর প্রথম লেগে বুখারেস্টে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসিকে ঘরের মাঠে স্বাগত জানিয়েছিল অ্যাটলেটিকো। ঘরের মাঠে সব সময়ই তারা ফেবারিট। কিন্তু সেই মাঠেই কি না উল্টো ১-০ গোলে চেলসির কাছে হেরে যেতে হলো অ্যাটলেটিকো মাদ্রিদকে।
চেলসির হয়ে একমাত্র গোলটি করেছেন ফরাসি তারকা অলিভার জিরু। খেলার ৬৮তম মিনিটে শূন্যে লাফিয়ে উঠে বাম পায়ের দুর্দান্ত ব্যাক ভলিতে স্বাগতিক অ্যাটলেটিকোর জালে বলটি জড়িয়ে দেন তিনি। যদিও গোলটি প্রথমে দিতে চাননি রেফারি। পরে ভিএআর দেখে গোলের সিদ্ধান্ত দেয়া হয়।
এই জয়ের ফলে পূর্ণ ৩ পয়েন্টই নয় শুধু, টমাস টুখেলের দলকে একটি অ্যাওয়ে গোলেও এগিয়ে দিলো। মার্চের ১৭ তারিখ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে দ্বিতীয় পর্বের খেলা।
আগামীনিউজ/নাসির