ঢাকাঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের নিলাম বসছে যাচ্ছে আজ। করোনার কারণে ২০২০ আইপিএলে অনুষ্ঠিত হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। তবে এবার সব ঠিক থাকলে এপ্রিলে ভারতের মাটিতেই হবে আইপিএল। তার আগে চেন্নাইয়ের একটি পাঁচতারা হোটেলে বসবে ২০২১ আইপিএল নিলামের আসর।
আন্তর্জাতিক ও দেশের হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলা ২৯২জন ক্রিকেটার এই মহা নিলামে উঠবেন। যার মধ্যে আন্তর্জাতিক স্তরে খেলা ক্রিকেটারদের সংখ্যা ৬১। ফলে নিলাম আসরে সেরা ক্রিকেটারদের দলে নেওয়ার ব্যাপারে ঝড় উঠবে।
৮টি ফ্র্যাঞ্চাইজির হাতে রয়েছে মোট ১৯৬.৬ কোটি রুপি। যাদের মধ্যে প্রীতি জিনতার পাঞ্জাব কিংসের কাছে রয়েছে সর্বাধিক ৫৩.২০ কোটি রুপি। রাজস্থান রয়্যালস (৩৭.৮৫), আরসিবি (৩৫.৪), সিএসকে (১৯.৯), মুম্বাই ইন্ডিয়ান্স (১৫.৩৫), দিল্লি ক্যাপিটালস (১৩.৪), সানরাইজার্স হায়দরাবাদ (১০.৭৫), কলকাতা নাইট রাইডার্সের হাতে (১০.৭৫) কোটি টাকা রয়েছে। এবার সেই টাকা কোন দল কীভাবে খরচ করে সেটাই দেখার।
আগামীনিউজ/নাসির