ঢাকা টেস্ট

প্রথম দিন বাংলাদেশ-উইন্ডিজ সমানে সমান

খেলাধুলা ডেস্ক ফেব্রুয়ারি ১১, ২০২১, ০৫:২২ পিএম
ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ ঢাকা টেস্টের প্রথম দিনের প্রথম সেশনটা নিজেদের দখলে রেখেছিল উইন্ডিজ। দ্বিতীয় সেশন টাইগারদের। আগের ১ উইকেটের সঙ্গে এই সেশনে আরও ৩ উইকেট তুলে নেয় স্বাগতিকরা। তবে শেষ বিকেলে বাংলাদেশকে দলকে ভুগিয়েছে উইন্ডিজ। অপরাজিত বোনারের ৭৪ ও জশুয়ার ২২ রানে প্রথম দিনের খেলা শেষ করেছে সফকারীরা। এই সময়ে সফরকারীরা সংগ্রহ করেছে ৫ উইকেটে ২২৩ রান।

চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্ট জয়ের আত্মবিশ্বাস নিয়েই আজকের (বৃহস্পতিবার) দ্বিতীয় ম্যাচের প্রথম দিনটা ব্যাটিং করেছে ক্যারিবীয়রা। ধারাবাহিক ব্যাটিংয়ে ফিফটি তুলে নিয়েছেন এনক্রুমাহ বোনার। রানের দেখা পেয়েছেন ক্রেইগ ব্রাথওয়েট, জন ক্যাম্পবেলরাও।

বাংলাদেশের বাঁহাতি স্পিনারের ফুলিশ ডেলিভারিতে সুইপ করেছিলেন ক্যাম্পবেল। কিন্তু বল ব্যাট ফাঁকি দিয়ে ব্যাটসম্যানের পায়ে লাগে। আম্পায়ার লেগ বিফোরের সিদ্ধান্ত দিলেও রিভিউ নেন ক্যারিবীয় ওপেনার। কিন্তু রিভিউ ব্যর্থ হয়। ৩৬ রান করে ফেরেন ক্যাম্পবেল। এরপর ওই এক উইকেট হারিয়েই ৮৪ রান নিয়ে লাঞ্চে যায় উইন্ডিজ।

লাঞ্চের পর বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর শুরু। টাইগার বোলারদের টাইট বোলিংয়ে প্রথম ৮ ওভারে ৮ রান আসে। চাপ তৈরির এই প্রক্রিয়া কাজেও দেয়। দ্বিতীয় সেশনটা বাংলাদেশের বোলারদের জন্য হয়ে দাঁড়ায় টার্নিং পয়েন্ট। কারণ এই সেশনের প্রথম ২১ ওভারে ৩৪ রান তুলতেই ৩ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।

লাঞ্চের পর শাইনে মোসলের উইকেট তুলে নেন আবু জায়েদ রাহি।ওদিকে অন্যপ্রান্ত আগলে ছিলেন ব্র্যাথওয়েট। কিন্তু ক্যারিবীয় অধিনায়ক ৪৭ রান করেই সৌম্য সরকারের বলে বিদায় নেন। তবে বাংলাদেশ দলের জন্য সবচেয়ে বড় স্বস্তি হয়ে আসে কাইল মেয়ার্সের উইকেট। চট্টগ্রাম টেস্টের ডাবল সেঞ্চুরিয়ানকে এদিন অল্পতেই বিদায় করেন আবু জায়েদ। 

শেষ সেশনে দুই দল ব্যাট-বলের দারুণ লড়াই করলো। বাংলাদেশ জার্মেইন ব্ল্যাকউডের উইকেট নিলেও দিনের বাকিটা সময় নিয়ন্ত্রিত ব্যাটিং করেছে অতিথিরা। শেষ সেশনে তারা ১ উইকেট হারিয়ে তুলেছে ৭৭ রান। এর আগে প্রথম সেশনে ১ উইকেটে ৮৪ রান এবং দ্বিতীয় সেশনে ৩ উইকেট হারিয়ে ৬২ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ।

সংক্ষিপ্ত স্কোরঃ
ওয়েস্ট ইন্ডিজ : ৯০ ওভারে ২২৩/৫ (ক্যাম্পবেল ৩৬, ব্রাথওয়েট ৬৭, মোজলি ৭, বোনার ৭৪*, মায়ার্স ৫, ব্ল্যাকউড ২৮, জশুয়া ২২*;( রাহি ২/৪৬, মিরাজ ০/৩৯, নাঈম ০/৪২, তাইজুল ২/৬৪ ও সৌম্য ১/৩০)

আগামীনিউজ/নাসির