ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে শান্ত একাদশ

ডেস্ক রিপোর্ট অক্টোবর ২৫, ২০২০, ০১:৪৮ পিএম
ছবি সংগৃহীত

ঢাকাঃ বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনাল ম্যাচে মুখোমুখি মাহমুদউল্লাহ একাদশ ও শান্ত একাদশ। টস জিতে শান্ত একাদশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ফলে মাহমুদউল্লাহ একাদশের আমন্ত্রণে টস হেরে আগে ব্যাট করতে নামবে নাজমুল শান্ত একাদশ।

টুর্নামেন্টের রাউন্ড রবিন পর্ব শেষে শিরোপা নিষ্পত্তির লড়াইয়ে টিকে রয়েছে মাহমুদউল্লাহ একাদশ ও নাজমুল শান্ত একাদশ। প্রথম পর্বের চার ম্যাচের মধ্যে তিনটিতেই হেরে বিদায় নিয়েছে তামিম ইকবাল একাদশ। অন্যদিকে তিনটি ম্যাচ জিতেছিল শান্তর দল, অপর ফাইনালিস্ট মাহমুদউল্লাহ একাদশ পেয়েছিল দুই দল।

প্রথম পর্বে মাহমুদউল্লাহ একাদশের বিপক্ষে খেলা দুইটি ম্যাচেই জিতেছে নাজমুল শান্ত একাদশ। তারা হেরেছে কেবল তামিম ইকবাল একাদশের বিপক্ষে প্রথম ম্যাচটিতে। অন্যদিকে মাহমুদউল্লাহর দলের দুইটি জয়ই তামিম একাদশের বিপক্ষে। ফলে ফাইনাল ম্যাচটিতে খানিক এগিয়েই থাকবে শান্তর দল।

দুই দলের মুখোমুখি লড়াইয়ের প্রথম ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং নিয়েছিল শান্ত একাদশ। সে ম্যাচে তারা মাহমুদউল্লাহর দলকে হারায় ৪ উইকেটের ব্যবধানে। দ্বিতীয় সাক্ষাতে টস জিতে ফিল্ডিং নেন মাহমুদউল্লাহ রিয়াদ। এ ম্যাচে নাজমুল একাদশ পায় ১৩১ রানের জয়।

আজ রবিবার (২৫ অক্টোবর) ফাইনাল ম্যাচে আবারও টস জিতে শান্তদের ব্যাটিংয়ে পাঠিয়েছেন মাহমুদউল্লাহ। দুই দলের ১০০ ওভার লড়াই শেষে জানা যাবে কাদের হাতে উঠবে শিরোপা। দুপুর দেড়টায় শুরু হবে মাঠের খেলা। বাংলাদেশ টেলিভিশনে সরাসরি দেখা যাবে ম্যাচটি।

মাহমুদউল্লাহ রিয়াদ একাদশ (১২ জন)
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন কুমার দাস, মুমিনুল হক, মাহমুদুল হাসান জয়, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, ইমরুল কায়েস, ইবাদত হোসেন চৌধুরী, রুবেল হোসেন, মেহেদি হাসান মিরাজ, আমিনুল ইসলাম বিপ্লব এবং সুমন খান।


নাজমুল হোসেন শান্ত একাদশ (১২ জন)
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাইফ হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহীম, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, তাসকিন আহমেদ, মোহাম্মদ আল আমিন হোসেন, নাঈম হাসান, নাসুম আহমেদ ও আবু জায়েদ রাহী।

আগামীনিউজ/জেহিন