সুপার ওভারে রোহিতদের হারাল কোহলির বেঙ্গালুরু

ডেস্ক রিপোর্ট সেপ্টেম্বর ২৯, ২০২০, ১১:১২ এএম
ছবি সংগৃহীত

ঢাকাঃ রুদ্ধশ্বাস ম্যাচ। নাটকীয়তায় ভরা শেষ ওভার। দুই দলের নির্ধারিত ২০ ওভার শেষে স্কোরবোর্ডে দুই দলের রান সংখ্যা সমান (২০১ রান) হওয়ায় ম্যাচ গড়ায় সুপার ওভারে। এরপর সুপার ওভারে প্রথমে ব্যাট করে মুম্বই ইন্ডিয়ান্স এক উইকেট হারিয়ে তোলে ৭ রান। সুপার ওভারে দুর্দান্ত বোলিং করেন নভদীপ সাইনি। আর জশপ্রীত বুমরাহর ওভারে একটা করে বাউন্ডারি মারলেন বিরাট কোহলি আর এবি ডি ভিলিয়ার্স। এক বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আইপিএলে দ্বিতীয় জয় পেল বিরাট কোহলির দল।

২০২ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভাল হয়নি মুম্বই ইন্ডিয়ানসের।  মাত্র ৮ রানে ফেরেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা।

রানের খাতা খুলতে পারেননি সূর্যকুমার যাদব। ১৪ রান করলেন কুইন্টন ডি কক। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে মুম্বই। ১৫ রান করেন হার্দিক পান্ডিয়া। তবে ঈশান কিষান একপ্রান্ত আগলে রেখে রানের গতি বাড়াতে থাকেন। সঙ্গী কাইরন পোলার্ড। ঈশান-পোলার্ডের শতরানের পার্টনারশিপও ম্যাচ জেতাতে পারল না মুম্বইকে। ৫৮ বলে ৯৯ রানের ইনিংস খেললেন ঈশান কিষান। আর ২৪ বলে ৬০ রানে অপরাজিত থাকলেন কাইরন পোলার্ড। ২০তম ওভারের শেষ বলে জয়ের জন্য মুম্বইয়ের প্রয়োজন ছিল ৫ রান। ছক্কা হাঁকানোর চেষ্টায় বাউন্ডারি মেরে ম্যাচ সুপার ওভারে নিয়ে যান পোলার্ড।

দুবাইয়ে টস জিতে প্রথমে বিরাট কোহলির দলকে ব্যাট করতে পাঠান মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। শুরুটা দুর্দান্ত করেন বেঙ্গালুরুর দুই ওপেনার-  দেবদত্ত পাডিক্কল (৫৪) ও অ্যারোন ফিঞ্চ (৫২)।  অধিনায়ক বিরাট কোহলি ব্যাট হাতে ফের ব্যর্থ।  এদিন করলেন মাত্র ৩ রান। এবি ডি ভিলিয়ার্স ২৪ বলে ৫৫ এবং শিবম দুবে ১০ বলে ২৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন। আইপিএলে ৪৫০০ রানের ক্লাবে ঢুকে পড়লেন ডি ভিলিয়ার্স। ডেভিড ওয়ার্নারের পর দ্বিতীয় বিদেশি হিসেবে এই নজির গড়লেন তিনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০১ রান তোলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। মুম্বইয়ের হয়ে ট্রেন্ট বোল্ট ২টি উইকেট নেন।

আগামীনিউজ/জেহিন