রোনালদোর সেঞ্চুরিতে

পর্তুগালের জয়

নিউজ ডেস্ক সেপ্টেম্বর ৯, ২০২০, ০৯:৩৪ এএম
ছবি সংগৃহীত

ঢাকাঃ জাতীয় দলের হয়ে নতুন এক মাইলফক স্পর্শ করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সুইডেনের বিপক্ষে গোল করে ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ফুটবলে গোলের সেঞ্চুরি পূরণ করলেন পর্তুগিজ ফরোয়ার্ড।

সোলনায় মঙ্গলবার (০৮সেপ্টেম্বর) উয়েফা নেশন্স লিগের ‘এ’ লিগের ৩ নম্বর গ্রুপের ম্যাচে প্রথমার্ধের শেষ মিনিটে দেশের হয়ে শততম গোলটি করেন রোনালদো। 

ম্যাচের ৪৫তম মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে রক্ষণ প্রাচীরের ওপর দিয়ে দুর্দান্ত বাঁকানো ফ্রি-কিকে ঠিকানা খুঁজে নেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। ১৬৫ ম্যাচে দারুণ এই কীর্তি গড়লেন জুভেন্টাসের তারকা।

বিরতির পর ৭২তম মিনিটে রোনালদোর আরেকটি চমৎকার গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় সফরকারীরা। জোয়াও ফেলিক্সের পাস ধরে ডি-বক্সের মুখ থেকে জোরালো কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে বল জালে জড়ান জুভেন্টাস তারকা। পরে আর কোনো গোল না হওয়ায় সুইডেনকে ২-০ গোলে হারায় প্রতিযোগিতাটির প্রথম আসরের চ্যাম্পিয়নরা।

পর্তুগাল ও ফ্রান্সের পয়েন্ট সমান ৬। গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে আছে ২০১৬ ইউরো চ্যাম্পিয়নরা। সুইডেন ও ক্রোয়েশিয়ার অর্জন শূন্য।

আগামীনিউজ/জেহিন