ঢাকাঃ উয়েফা নেশন্স লিগে সের্হিও রামোস ও আনসু ফাতির নৈপুণ্যে ইউক্রেনের বিপক্ষে সহজ জয় পেল স্পেন।
মাদ্রিদের আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে ‘এ’ লিগের ৪ নম্বর গ্রুপের ম্যাচে ৪-০ গোলে জিতেছে চউয়েফা নেশন্স লিগের এবারের আসরে এটি স্প্যানিশদের প্রথম জয়। প্রথম ম্যাচে জার্মানির সঙ্গে ১-১ ড্র করেছিল লুইস এনরিকের দল।
ম্যাচের তৃতীয় মিনিটেই রামোসের সফল স্পট কিকে এগিয়ে যায় স্পেন। ক্রিভতসোভ ডি-বক্সে ফাতিকে ফাউল করলে পেনাল্টি পায় ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা।
২৯তম মিনিটে দানি ওলমোর ক্রসে রামোসের হেড গোলরক্ষককে বোকা বানিয়ে জাল খুঁজে পায়। এর তিন মিনিট পর সের্হিও রেগিলনের ছোট পাস ধরে এক টোকায় একটু এগিয়ে ডান পায়ের বাঁকানো শটে জাল খুঁজে নেন ফাতি।
৮৪তম মিনিটে রেগিলনের ফ্রি কিক এক ডিফেন্ডার হেড করার পর ডি-বক্সে থেকে দারুণ শটে স্কোরলাইন ৪-০ করেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড ফেররান তরেস।
আগামীনিউজ/জেহিন