বাফুফে নির্বাচন

মনোনয়ন নিলেন মানিক

নিউজ ডেস্ক সেপ্টেম্বর ৭, ২০২০, ০৪:৪১ পিএম
ছবি সংগৃহীত

ঢাকাঃ তরফদার রুহুল আমিন বাফুফে প্রতিদ্ধন্দীতা থেকে সরে দাড়ালে নিরবতা ঘিরে ধরে নির্বাচনকে। কোন ধরনের প্রতিদ্ধন্দীতা ছাড়াই চতুর্থবারের মতো সভাপতি হতে যাচ্ছিলেন কাজী সালাউদ্দিন আহমেদ। কিন্তু হঠাৎই চিত্রনাট্যের পরিবর্তন। দৃশ্যপটে হাজির হলেন  জাতীয় দলের সাবেক কোচ শফিকুল ইসলাম মানিক। 

মনোনয়নপত্র বিতরণের শেষ দিন আজ সোমবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে হঠাৎ করেই চমক দেখালেন সাবেক ফুটবলার এবং জাতীয় দলের সাবেক কোচ শফিকুল ইসলাম মানিক। কোনো প্যানেল থেকে নাকি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মানিক সভাপতি পদে মনোনয়নপত্র উত্তোলন করেছেন- সেটা আপাতত জানা যায়নি। মনোনয়নপত্র তোলার আগ পর্যন্ত কোথাও মানিকের নাম শোনা যায়নি, সভাপতি পদে নির্বাচন করা তো দূরের কথা।

হঠাৎ করেই আজ দুপুরে বাফুফে ভবনে এসে সভাপতি পদে ১ লাখ টাকা দিয়ে মনোনয়নপত্র কিনলেন সাবেক এই ফুটবলার এবং কোচ। মানিকের মনোনয়নপত্র কেনার পরই সরগরম হয়ে উঠেছে বাফুফে ভবন। কারণ, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী থাকা মানেই বাফুফে নির্বাচন জমে ওঠার বড় একটা সম্ভাবনা।

তরফদার রুহুল আমিন হঠাৎ করেই কিছুদিন আগে সভাপতি পদে নির্বাচন করা থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। তরফদার রুহুল আমিনের সরে যাওয়ার কারণে, চতুর্থবারের মতো বাফুফে সভাপতি হওয়ার পথে কাজী সালাউদ্দিনের সামনে আর কোনো বাধা ছিল না।

মনোনয়নপত্র বিতরণের শুরু থেকেই নিরুত্তাপ বাফুফে ভবন। সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন না হলে উত্তাপ থাকারই কথা নয়। কিন্তু হঠাৎ করে আজ শফিকুল ইসলাম মানিক সভাপতি পদে মনোনয়ন ফরম উত্তোলন করায় উত্তাপ বেড়ে গেছে। শেষ পর্যন্ত তিনি প্রতিদ্বন্দ্বিতা করলে নিশ্চিত বাফুফে নির্বাচন জমে উঠবে, তাতে কোনো সন্দেহ নেই। 

আগামীনিউজ/জেহিন