ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে হোল্ডার

ক্রীড়া ডেস্ক জুলাই ১৫, ২০২০, ১০:৪৩ এএম
জ্যাসন হোল্ডার

ঢাকা: ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে দারুণ নৈপুণ্যে দেখিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জ্যাসন হোল্ডার। যার ছাপ পড়েছে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়েও। বোলারদের তালিকায় দুই নম্বরে উঠে এসেছেন এই ক্যারিবিয়ান। যা তার ক্যারিয়ারসেরা অবস্থান।

ইংল্যান্ডে বিপক্ষে সাউদাম্পটন টেস্ট জিতে সিরিজে ১-০ তে এগিয়ে গেছে ক্যারিবীয়রা। টেস্টে দুই ইনিংস মিলে ৭ উইকেট নেন হোল্ডার। প্রথম ইনিংসে ৪২ রান খরচায় নেন ৬ উইকেট। যা তার ক্যারিয়ার সেরা বোলিং।

আগে থেকেই টেস্টের অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে আছেন হোল্ডার। বোলার হিসেবে তার রেটিং এখন ৮৬২। সর্বশেষ ২০ বছরে ক্যারিবীয় বোলারদের মধ্যে যা সর্বোচ্চ। সর্বশেষ ২০০০ সালে ৮৬৬ রেটিং পয়েন্ট ছিল কিংবদন্তি কোর্টনি ওয়ালশের।

আগামীনিউজ/এমআর