ঢাকা: বিশ্ব মহামারি করোনাকালের ক্রান্তিতে অনেক মানুষ আজ বিপন্ন জীবন যাপন করছেন। সেসব মানুষের সহায়তায় অন্য অনেকের মতো এগিয়ে এলেন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাও। এই সময় নিজের জন্মভূমি আর্জেন্টিনার বুয়েন্স এইরেসে ক্ষতিগ্রস্তদের সাহায্যে মেক্সিকোয় অনুষ্ঠিত ১৯৮৬ বিশ্বকাপজয়ী স্বাক্ষরিত জার্সি দান করলেন ফুটবল ঈশ্বর।
ইউরোপের বড় দেশগুলির পাশাপাশি আর্জেন্টিনাও করোনা পরিস্থিতিতে যথেষ্ট উদ্বেগজনক জায়গায় রয়েছে। ম্যারাডোনা দান করা জার্সিতে লিখেন, ‘আমরা এই অবস্থা কাটিয়ে উঠতে পারব।’
প্রথমে নিলামের কথা ভাবলেও শেষ পর্যন্ত জার্সিটি দেয়া হবে লটারির মাধ্যমে। আর জার্সি জিততে হলে আগ্রহীদের স্বাস্থ্যকর পণ্য, মাস্ক এবং ১০০ কেজি খাদ্যপণ্য কেনার টাকা দিতে হবে।
যারা এই চ্যারিটিতে যুক্ত হবে, তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে এক জন বিজয়ী পাবেন ম্যারাডোনার এই জার্সি। লটারি থেকে প্রাপ্ত অর্থ, খাদ্য কিংবা অন্যসব পণ্য বিতরণ করা হবে বুয়েন্স আয়ার্সের শহরতলির একটি সুবিধাবঞ্চিত এলাকায়।
আগামীনিউজ/মিজান