ঢাকা: বিশ্ব মহামারি করোনার থাবায় কাপছে গোটা বিশ্ব। দিনকে দিন বাড়ছে এ ভাইরাসের আক্রান্তের সংখ্যা। এমন পরিস্থিতিতে সব ধরনের খেলাধুলা থেকে হাত গুটিয়ে নিয়েছে বিশ্বের সব দেশ।
এদিকে, উদ্ভূত পরিস্থিতিতে উইমেন ইউরো চ্যাম্পিয়নশিপ পিছিয়ে ২০২২ এর জুলাইয়ে নেয়া হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা-উয়েফা। মাঠের লড়াই শুরু হবে ৬ই জুলাই আর শেষ হবে ৩১শে জুলাই। পূর্বনির্ধারিত ভেন্যু অনুযায়ী ইংল্যান্ডের আট শহরের ১০ ভেন্যুতে হবে ম্যাচ। ছেলেদের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও অলিম্পিক থেকেও এক বছর পেছানো হয়েছে মেয়েদের ফুটবলের এই প্রতিযোগিতা, যাতে নির্ধারিত ভেন্যুতে ম্যাচ খেলতে অসুবিধা না হয়।
আগামীনিউজ/মিজান