স্থগিত হতে পারে অলিম্পিক! 

ক্রীড়া ডেস্ক মার্চ ২৩, ২০২০, ১০:০০ এএম

ঢাকা: করোনাভাইরাসের (কভিড-১৯) প্রাদুর্ভাবে আসন্ন টোকিও অলিম্পিক পেছানোর দাবি ক্রমেই জোরালো হতে শুরু করেছে। এতদিন স্থগিতের বিষয়টি আমলে না নিলেও অবশেষে আয়োজক কর্তৃপক্ষের টনক নড়তে শুরু করেছে।

এ নিয়ে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে জানিয়েছেন, ঠিকঠাক আয়োজনের উপায় না থাকলে অলিম্পিকের আসর স্থগিত করা হবে। ইতিমধ্যেই টোকিও অলিম্পিকের ভবিষ্যৎ ঠিক করতে জাপান একটি কমিটি করেছে। কয়েক সপ্তাহের মধ্যে তারা সিদ্ধান্ত জানাবেন।

কানাডা এবং অস্ট্রেলিয়া অলিম্পিক থেকে নিজেদের সরিয়ে নেয়ার পর সংসদের অধিবেশনে আবে বলেন, গেমস আয়োজন করা কঠিন হলে স্থগিত করা ছাড়া উপায় থাকবে না। এই মহামারির সময় নিরাপত্তা গুরুত্বপূর্ণ ইস্যু।

এর আগে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (আইওসি) থেকে বলা হয়, এখনই গেমস স্থগিতের পরিকল্পনা নেই। কিন্তু আবে চাইছেন দ্রুত সিদ্ধান্তে পৌঁছাতে, স্থগিত হলে আমাদের আগে জানিয়ে দিলে ভালো হয়। কারণ এর সঙ্গে অনেক কাজ জড়িত।

উল্লেখ্য, ২৪ জুলাই থেকে এই বৈশ্বিক ক্রীড়াযজ্ঞ আলোর মুখ দেখার কথা। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।

আগামীনিউজ/মিজান