তামিমই মাশরাফির যোগ্য উত্তরসূরি : মুশফিক

নিজস্ব প্রতিবেদক   মার্চ ১৪, ২০২০, ১০:৩৯ এএম

ঢাকা : মাশরাফি বিন মর্তুজার ছেড়ে দেওয়া নেতৃত্বের মশাল উঠল দেশের সফলতম ওপেনার তামিম ইকবালের হাতে। তবে ওয়ানডে অধিনায়ক হওয়ার দৌড়ে ছিলেন মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহও। পূর্ব অভিজ্ঞতা থেকে মুশফিক নেতৃত্ব নিতে চাননি। মাশরাফির উত্তরসূরি হিসেবে তামিমকে যোগ্য মনে করছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান।

শুক্রবার (১৩ মার্চ) অন্যরকম একটি দিন কাটিয়েছেন মুশফিকরা। বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) পড়ার সময় মুশফিকুর রহিমদের ব্যাচ কিছু সময় একসঙ্গে কাটিয়েছে। একই টি-শার্ট গায়ে দিয়ে বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যদিয়ে পার করেছেন দিনটা। ২০০০ সালের জুলাইয়ে বিকেএসপিতে ভর্তি হন মুশফিক। কাল নিজের ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠান।

তামিম প্রসঙ্গে মুশফিকুর বলেন, তামিমের অধীনে এর আগেও আমরা খেলেছি। শুধু আমি একা নই, আরো অনেকে খেলেছে। আমরা গত ১৫-২০ বছর ধরে একসঙ্গে খেলছি, জানি সে কেমন। তামিমই উপযুক্ত ব্যক্তি। আমরা সবাই তাকে সমর্থন করছি।

মুশফিক মনে করেন তামিম যেমন দুর্দান্ত ফর্মে রয়েছেন সেভাবেই দলকে এগিয়ে নিয়ে যাবেন। তিনি বলেন, তামিম কয়েক বছর ধরে ফর্মে রয়েছে। আশা করি, সেভাবেই যেন সে দলকে এগিয়ে নিয়ে যেতে পারে। অধিনায়কত্ব করাটা বড় চ্যালেঞ্জিং বিষয়। তামিমই চ্যালেঞ্জ নেয়ার জন্য উপযুক্ত ব্যক্তি।

এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ তিন ফরম্যাটের সিরিজে দাপটের সঙ্গে খেলে জিতেছে বাংলাদেশ। ছয় ম্যাচ জিতে নতুন মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশ। ধারাবাহিকতা ধরে রাখাই বড় চ্যালেঞ্জ মনে করছেন মুশফিক। তিনি বলেন, আমাদের পরবর্তী চ্যালেঞ্জ পাকিস্তান সফর, তারপর আয়ারল্যান্ড। তার আগে আমরা ঢাকা লিগে খেলব। আমাদের মানসিকতার অনেক পরিবর্তন হয়েছে। তার প্রতিফলন আমরা মাঠে দেখতে পাচ্ছি। এটা ধরে রাখতে চাই। 

উল্লেখ্য, ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে বাংলাদেশ ওয়ানডে দলের নেতৃত্বের ভার ছিল মাশরাফির কাঁধে। টাইগারদের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ৫০টি ওয়ানডে জিতিয়ে দায়িত্বের ইতি টানেন তিনি।  গত ৮ মার্চ বোর্ড সভা শেষে নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে বাঁহাতি ওপেনারের নাম ঘোষণা করেছেন বিসিবি প্রধান নাজমুল হাসান।

আগামীনিউজ/মিজান