করোনা আতঙ্কে স্থগিত ম্যান সিটি-আর্সেনাল ম্যাচ

ক্রীড়া ডেস্ক মার্চ ১১, ২০২০, ০২:২৩ পিএম
ছবি সংগৃহীত

ঢাকা : এই মুহুর্তে বিশ্বের সবচেয়ে বড় আতঙ্কের নাম করোনাভাইরাস। চীনের উহান থেকে শতাধিক দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতি এই ভাইরাস। এরইমধ্যে প্রাণ হারিয়ে চার হাজারেরও বেশি মানুষ। করোনার কারণে স্থবির হয়ে পড়েছে বিশ্ব ক্রীড়াঙ্গণ। একের পর এক বন্ধ ঘোষণা করা হয়েছে ঘরোয়া ও আন্তর্জাতিক টুর্নামেন্ট। এবার স্থগিত করা হলো ম্যানচেস্টার সিটি ও আর্সেনালের মধ্যেকার ম্যাচ।  

ইংল্যান্ডে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। দেশটির স্বাস্থ্যমন্ত্রী নাদিন ডরিস করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনিই দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত প্রথম কোনও পার্লামেন্টারিয়ান। 

সেই আতঙ্কে পিছিয়ে গেল ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচ। বুধবার রাতে মাঠে গড়ানোর কথা থাকলেও ম্যানচেস্টার সিটি-আর্সেনালের মধ্যকার ম্যাচটি এখন আর নির্ধারিত সময়ে হচ্ছে না। যুক্তরাজ্যে এই প্রথম কোনো ফুটবল ম্যাচ স্থগিত হলো।

আগামীনিউজ/জাকিউল