এএফসি কাপে বসুন্ধরা কিংস-টিসি স্পোর্টস মুখোমুখি

ক্রীড়া প্রতিবেদক মার্চ ১১, ২০২০, ০২:০০ পিএম
ছবি সংগৃহীত

ঢাকা : বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে নিজেদের অভিষেকেই চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছে বসুন্ধরা কিংস। চলতি মৌসুমেও সেই ধারা অব্যাহত রেখে ফেডারেশন কাপ জিতে নিয়েছে তারা। এবার এএফসি কাপে অভিষেকটা স্বরণীয় করতে চায় অস্কার ব্রুজোনের শিষ্যরা। 

সেই লক্ষ্য সামনে রেখে বুধবার (১১ মার্চ) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মালদ্বীপরে টিসি স্পোর্টস ক্লাবের মুখোমুখি হতে যাচ্ছে বসুন্ধরা। এই ম্যাচ দিয়ে বাংলাদেশের ফুটবলে অভিষেক হতে যাচ্ছে আর্জেন্টিনায় লিওনেল মেসির সতীর্থ হার্নান বার্কোসের।  

ফলে এএফসি কাপের ‘ই’ গ্রুপের ম্যাচে সবার নজর থাকবে বার্কোসের উপর। ঢাকার ফুটবলে নিজের প্রথম ম্যাচে কেমন নৈপুন্য দেখান মেসির সতীর্থ সেটাই দেখতে চাইবে দর্শকরা।  

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজোন বলেন, ‘আমরা জয় ছাড়া অন্য কিছু ভাবছি না। আমাদের ভালো দল। স্থানীয় ও বিদেশি ভলো মানের খেলোয়াড় আছেন। যদিও লিগে আমরা প্রত্যাশানুযায়ী ফলাফল পাচ্ছি না। এটা স্কোরিং সমস্যার জন্য হচ্ছে। তবে এএফসি কাপ অন্য একটি ক্ষেত্র। আমরা চেষ্টা করবো আন্তর্জাতিক এ অঙ্গনে ভালো ফলাফল করতে। বিশেষ করে অভিষেক ম্যাচটি অবশ্যই জিততে চাই।’

মালদ্বীপরে টিসি স্পোর্টসের অন্যতম সেরা খেলোয়াড় আলী আশফাক। এ প্রসঙ্গে বসুন্ধরা কিংসের ডিফেন্ডার তপু বলেন, ‘আশফাককে আমরা আটকে দেবো। সে যেন গোল করতে না পারে সেই চেষ্টাই করবো। আমার মনে হয় না আশফাকের সেই আগের ক্ষিপ্রতা আছে। এখন তো তার ফর্ম পড়তির দিকে। তার পরেও আমরা আশফাককে আটকাতে সর্বোচ্চ চেষ্টা করবো।’ 

টিসি স্পোর্ট ক্লাবের কোচ মোহাম্মদ শেজলি বলেছেন, ‘এই ম্যাচের জন্য তারা ভাল প্রস্তুতি নিয়েছেন। এখন তারা সাফল্যের অপেক্ষায় আছেন। তিনি বলেন, বুধবার দুই দলেরই জয়ের সম্ভাবনা থাকবে। কারণ উভয় দলেই বেশ ক’জন ভাল খেলোয়াড় রয়েছে। মালদ্বীপে টিসি ক্লাব হচ্ছে শক্তিশালী ও ফেভারিট ক্লাবগুলোর একটি। আর কোচের সব সময় লক্ষ্য থাকে জয়লাভ করার।’

বসুন্ধরা কিংসের বিরুদ্ধে টিসি স্পোর্টস ক্লাবের জয়ের রেকর্ড রয়েছে উল্লেখ করে সফরকারী কোচ বলেন, ‘তবে এখন সমীকরণ অনেক বদলে গেছে। তার মতে নিজ দলের চেয়ে কিংসরা এখন অনেক ভাল অবস্থানে পৌঁছে গেছে, কারণ তারা এখন লীগ চ্যাম্পিয়ন এবং ঘরের মাঠে খেলবে।’

আগামীনিউজ/জাকিউল