টটেনহ্যামকে বিদায় করে কোয়াটারে লাইপজিগ

ক্রীড়া ডেস্ক মার্চ ১১, ২০২০, ১১:৪০ এএম
ছবি সংগৃহীত

ঢাকা : মালিকানা পরিবর্তনের পর বদলে গেছে লাইপজিগ। দুর্দান্ত প্রতাপে এগোচ্ছে জার্মানির ক্লাবটি। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের কোয়াটার ফাইনালে পৌঁছে গিয়েছে তারা। তাও আবার গতবারের ফাইনালিস্ট টটেনহ্যাম হটস্পার্সকে হারিয়ে। শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে মরিনহোর শিষ্যদের ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে লাইপজিগ।  

চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে এই টটেনহ্যামকে ১-০ গোলে হারিয়েছিল তারা। ফলে দুই লেগ মিলিয়ে ৪-০ গোলের ব্যাবধানে এগিয়ে থেকে কোয়াটারের টিকেট নিশ্চিত করেছে লাইপজিগ।

গেল রাতে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই মরিনহোর শিষ্যদের বিপক্ষে আধিপত্য বিস্তার করে জার্মানির ক্লাবটি। তারই ধারাবাহিকতায় ম্যাচের দশম মিনিটে এগিয়ে যায় লাইপজিগ। টিমো ভেরনারের কাছ থেকে পাস পেয়ে প্রায় ২৫ গজ দূর থেকে জোরাল শটে লক্ষ্যভেদ করেন অস্ট্রিয়ান ফরোয়ার্ড মার্সেল সাবিৎজার।

২১তম মিনিটে সাবিৎজারের গোলে ব্যবধান দ্বিগুন করে লাইপজিগ। ডি-বক্সে অ্যাঞ্জেলিনোর বাড়ানো বলে মাথা ছুঁইয়ে জালে জড়ান অধিনায়ক। 
৪১তম মিনিটে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি টটেনহ্যামও। জিওভানি লে সোলসোর শট ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক পিটার গেলাসি। ফলে ২-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় মরিনহোর শিষ্যরা।  

৮৭ মিনিটে লাইপজিগের হয়ে তৃতীয় গোলটি করেন সাবিৎজারের বদলী নামা এমিল ফোর্সবার্গ। ডি-বক্সের রাখা অ্যাঞ্জেলিনোর কাটব্যাক প্যাট্রিক স্কিচ শট নিলে এক ডিফেন্ডারে পায়ে লেগে আলগা বল পেয়ে যান ফোর্সবার্গ। বদলী নেমে প্রথম শটেই লক্ষ্যভেদ করেন তিনি। ফলে ৩-০ গোলের বড় জয়ে কোয়াটারের টিকেট নিয়ে মাঠ ছাড়ে লাইপজিগ। 

দিনের আরেক ম্যাচে ইতালিয়ান ক্লাব আতালান্তা ৪-৩ গোলে হারিয়েছে ভ্যালান্সিয়াকে। ম্যাচের চারটি গোলই দিয়েছেন ফরোয়ার্ড জোসিপ ইলিচিচ। এর আগে প্রথম লেগের ম্যাচে ৪-১ গোলের ব্যবধানে জিতেছিল দলটি। দুই লেগ মিলিয়ে ৮-৪ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে নাম লেখায় দলটি।

আগামীনিউজ/জাফিউল