এএফসি কাপে অভিষেক স্বরণীয় করে রাখতে চায় বসুন্ধরা

ক্রীড়া প্রতিবেদক মার্চ ১০, ২০২০, ০৬:১৭ পিএম
ছবি : বাফুফে

ঢাকা : বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে নিজেদের অভিষেকেই চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছে বসুন্ধরা কিংস। চলতি মৌসুমেও সেই ধারা অব্যাহত রেখে ফেডারেশন কাপ জিতে নিয়েছে তারা। এবার এএফসি কাপ অভিষেকটা স্বরণীয় করতে চায় অস্কার ব্রুজোনের শিষ্যরা। 

সেই লক্ষ্য সামনে রেখে বুধবার (১১ মার্চ) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মালদ্বীপরে টিসি স্পোর্টস ক্লাবের মুখোমুখি হতে যাচ্ছে বসুন্ধরা। এই ম্যাচ দিয়ে বাংলাদেশের ফুটবলে অভিষেক হতে যাচ্ছে আর্জেন্টিনায় লিওনেল মেসির সতীর্থ হার্নান বার্কোসের।  

ফলে এএফসি কাপের ‘ই’ গ্রুপের ম্যাচে সবার নজর থাকবে বার্কোসের উপর। ঢাকার ফুটবলে নিজের প্রথম ম্যাচে কেমন নৈপুন্য দেখান মেসির সতীর্থ সেটাই দেখতে চাইবে দর্শকরা।  

মঙ্গলবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজোন বলেন, ‘আমরা জয় ছাড়া অন্য কিছু ভাবছি না। আমাদের ভালো দল। স্থানীয় ও বিদেশি ভলো মানের খেলোয়াড় আছেন। যদিও লিগে আমরা প্রত্যাশানুযায়ী ফলাফল পাচ্ছি না। এটা স্কোরিং সমস্যার জন্য হচ্ছে। তবে এএফসি কাপ অন্য একটি ক্ষেত্র। আমরা চেষ্টা করবো আন্তর্জাতিক এ অঙ্গনে ভালো ফলাফল করতে। বিশেষ করে অভিষেক ম্যাচটি অবশ্যই জিততে চাই।’

মালদ্বীপরে টিসি স্পোর্টসের অন্যতম সেরা খেলোয়াড় আলী আশফাক। এ প্রসঙ্গে বসুন্ধরা কিংসের ডিফেন্ডার তপু বলেন, ‘আশফাককে আমরা আটকে দেবো। সে যেন গোল করতে না পারে সেই চেষ্টাই করবো। আমার মনে হয় না আশফাকের সেই আগের ক্ষিপ্রতা আছে। এখন তো তার ফর্ম পড়তির দিকে। তার পরেও আমরা আশফাককে আটকাতে সর্বোচ্চ চেষ্টা করবো।’ 

আগামীনিউজ/জাকিউল