তামিম-লিটনের ব্যাটে ফিফটি পেরিয়েছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক মার্চ ৯, ২০২০, ০৬:৩০ পিএম
ছবি সংগৃহীত

ঢাকা : দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ। লিটন দাস ও তামিম ইকবালের ব্যাটে উড়ন্ত সূচনা করেছে টাইগাররা। তাদের ব্যাটে ভর করে ৫.৩ ওভারেই দলীয় হাফ সেঞ্চুরি পূর্ণ করেছে স্বাগতিকরা।

সোমবার (৯ মার্চ) সন্ধ্যা ৬টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক শন উইলিয়ামস। ইনিংসের গোড়াপত্তন করতে নেমে বাংলাদেশকে দারুন সূচনা এনে দিয়েছেন দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। এরইমধ্যে অর্ধশত রানের জুটি গড়েছেন তারা।  এই প্রতিবেদন লেখার সময় ৫.৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৫১ রান। লিটন ২৬ এবং তামিম ২৩ রানে অপরাজিত আছেন।  

টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ। তামিম ইকবাল ও লিটন দাসের ব্যাটে ভর করে ৯.৫৮ গড়ে ৪ ওভারেই ৩৮ রান তুলে ফেলেছে। তামিম ১৬ বল খেলে ২ চার ও ১ ছক্কায় ২০ ও লিটন ৮ বল খেলে সমান চার ও ছক্কায় ১৭ রান নিয়ে ব্যাট করছেন।

টেস্টে ইনিংস ও ১০৬ রানের ব্যবধানে জিতেছে স্বাগতিকরা। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে মাশরাফির দল। টি-টোয়েন্টি সিরিজেও জয়ের সেই ধারাবাহিকতায় ধরে রাখতে চায় বাংলাদেশ।

এখন পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে ১১বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। এরমধ্যে বাংলাদেশ জিতেছে সাতবার আর জিম্বাবুয়ে চারবার।

২০১৮ সালে সর্বশেষ দেখা হয়েছিলো দু’দলের। ঢাকায় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে লিগ পর্বে দু’বারই জিম্বাবুয়েকে হারায় বাংলাদেশ। তবে সর্বশেষ দ্বিপাক্ষীক সিরিজে দেশের মাটিতে জিম্বাবুয়ের সাথে দুই ম্যাচের সিরিজ ড্র করে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, আমিনুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম।

জিম্বাবুয়ে একাদশ : শন উইলিয়ামস (অধিনায়ক), সিকান্দার রাজা, ক্রেগ আর্ভিন, তিনাশে কুমুনুকামওয়ে, ওয়েলসি মাদেভেরে, ক্রিস পোফু, রিচমন্ড মুটুম্বামি, কার্ল মুম্বা, টিনোটেন্ডা মুটোমবোজি, ব্রেন্ডন টেলর, ডোনাল্ড তিরিপানো।

আগামীনিউজ/জাকিউল