ঢাকা : ক্রমেই মহামারী হয়ে উঠছে করোনাভাইরাস। চীনের উহান থেকে বিশ্বের শতাধিক দেশে ছড়িয়ে পড়া প্রাণঘাতী এই ভাইরাসে বেড়েই চলেছে মৃত্যুর মিছিল। যার প্রভাব পড়েছে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গণেও। একের পর এক বাতিল বা স্থগিত হয়ে যাচ্ছে ম্যাচ। করোনা আতঙ্কে স্থগিত করা হয়েছে ভারত ও কাতারের মধ্যেকার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ। এবার সেই তালিকায় নাম উঠাল বাংলাদেশ।
বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আগামী ২৬ মার্চ আফগানিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু এরইমধ্যে বাংলাদেশে তিন জনের দেহে করোনার নমুনা পাওয়া গিয়েছে। এরপরই ফুটবলের আন্তর্জাতিক সংস্থা ফিফা ও এএফসির নির্দেশনা মেনে আফগানদের বিপক্ষে বাছাই পর্বের ম্যাচটি স্থগিত করেছে বাংলাদেশ। সোমবার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
শুধু তাই নয়, আগামী মার্চ থেকে জুন পর্যন্ত বাংলাদেশে অনুষ্ঠেয় সব ম্যাচই স্থগিত করা হয়েছে। ৩১ মার্চ কাতারে হওয়ার কথা অ্যাওয়ে ম্যাচ। এই ম্যাচও বাতিল হওয়ার শঙ্কায় রয়েছে।
এ বিষয়ে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ‘বিশ্বব্যাপী করোনাভাইরাসের কারণে এএফসি থেকে আমাদের কাছে কিছু নির্দেশনা এসেছে। তারা আগামী জুন পর্যন্ত সব ম্যাচ স্থগিত করতে বলেছে। আমরা তাদের সঙ্গে একমত হয়েছি। কাতারের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচও স্থগিত হতে পারে। ম্যাচগুলো কবে হবে, তা পরে জানিয়ে দেবে এএফসি।
আগামীনিউজ/জাফিউল