টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে এগোনোর সুযোগ বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক মার্চ ৯, ২০২০, ০২:২৩ পিএম
ফাইল ছবি

ঢাকা : ওয়ানডে সিরিজের মতো কুড়ি ওভারের ফরম্যাটেও জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করতে পারলে পুরস্কার অপেক্ষা করছে বাংলাদেশ দলের জন্য। ২-০ ব্যবধানে সিরিজ জিতলেই টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে এক ধাপ এগোবে টাইগাররা।  

এই মুহুর্তে ২২৬ রেটিং নিয়ে  টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে দশমস্থানে রয়েছে বাংলাদেশ। নবমস্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজেরও রেটিং ২২৬। তবে ভগ্নাংশের হিসেবে এগিয়ে নবম স্থানে ক্যারিবীয়রা।

তাই জিম্বাবুয়ের বিপক্ষে ১-০ বা ২-০ ব্যবধানে সিরিজ জিতলেই র‌্যাংকিংয়ে নবমস্থানে উঠবে বাংলাদেশ। ১-০ বা ২-০ ব্যবধানে জিতলে বাংলাদেশের রেটিং হবে ২২৭।

তবে সিরিজ ড্র করলে দশমস্থানেই থাকতে হবে বাংলাদেশকে। তখন রেটিং কমে হবে ২২৩। আর যদি, ২-০ ব্যবধানে সিরিজ হারে বাংলাদেশ তবে রেটিং হবে ২২০। সেক্ষেত্রে দশমস্থানেই থাকবে টাইগাররা।

সোমবার (৯ মার্চ) সন্ধ্যা ৬টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে।

আগামীনিউজ/জাফিউল