করোনাভাইরাস: দর্শকহীন মাঠে জিতল রোনালদোর জুভেন্টাস

ক্রীড়া ডেস্ক মার্চ ৯, ২০২০, ০৯:৩৫ এএম
দর্শকহীন মাঠে খেলল জুভেন্টাস। ছবি: এএফপি।

ঢাকা: গোটা বিশ্বজুড়ে এখন আতঙ্কের এক নাম করোনাভাইরাস। এখনো অবধি বিশ্বের ১০৩টি দেশে এই ভাইরাস ছড়িয়েছে। ইতালিতে একদিনেই শতাধিক মানুষের মৃত্যু ঘটেছে। এর প্রেক্ষিতে সিরি-‘আ’-এর ম্যাচগুলো স্থগিত করার দাবি উঠেছিল। তবে আতঙ্কের মধ্যেই মাঠে গড়াল জুভেন্টাস-ইন্টার মিলানের ম্যাচে। আতঙ্ক থাকায় ম্যাচটি ছিল দর্শকহীন। আর দর্শকদের ঢোকারও অনুমতি ছিল না।

উপস্থিত বলতে কিছু সাংবাদিক, ক্লাব কর্মকর্তা, ক্লাব অফিসিয়াল, কোচিং স্টাফ জুভেন্টাস স্টেডিয়ামে এসেছিলেন ম্যাচ দেখতে। দর্শকহীন মাঠে ২-০ গোলে জেতা জুভেন্টাস ২৬ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছে। ৬২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে লাৎসিও। ৫৪ পয়েন্ট নিয়ে তিনে আছে ইন্টার।

প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া হয় জুভেন্টাসের। ৫৪ মিনিটে গোলের অপেক্ষা শেষ হয়। বাঁ দিক থেকে মাতুইদির ক্রসে ডি-বক্সের ভেতরে রোনালদোর পা হয়ে বল পেয়ে যান রামজি। দ্রুত শটে গোল করেন এই ইংলিশ মিডফিল্ডার।

দিবালার দারুণ গোলে ৬৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে জুভেন্টাস। রামজির ছোট পাস ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে নিখুঁত কোনাকুনি শটে জাল খুঁজে নেন কস্তার বদলি নামা এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। বাকি সময়ে কোনো দলই আর গোল করতে পারেনি।

আগামীনিউজ/রবিউল/জাকিউল