কামড় কাণ্ডে নিষিদ্ধ ম্যানইউয়ের এই ফুটবলার

ক্রীড়া ডেস্ক মার্চ ৭, ২০২০, ০২:০৩ পিএম
ছবি সংগৃহীত

ঢাকা : আন্তজার্তিক ফুটবলে কামড়ের ঘটনা এই প্রথম না। উরুগুয়ের তারকা ফুটবলার লুইস সুয়ারেজ একাধিকবার শাস্তি পেয়েছেন প্রতিপক্ষের খেলেয়াড়কে কামড়ে দিয়ে। এবার কামড় কাণ্ডে নাম লিখলেন ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের এক ফুটবলার।  

মেজাজ হারিয়ে  প্রতিপক্ষের এক খেলোয়াড়ের হাতে কামড় দিয়ে ছয় ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন কিয়েরান ও’হারার নামের এই ফুটবলার। ইংল্যান্ডের তৃতীয় বিভাগ লিগ ওয়ানের খেলায় এই ঘটনা ঘটেছে। সেদিন মাঠে নেমেছিল ও’হারার বুরটন ও পিটারবরো ইউনাইটেড। ম্যাচের ৪৪তম মিনিটে পিটারবরোর স্ট্রাইকার স্যামি স্মোদিকসের হাতে কামড় দিয়ে বসেন ও’হারা। আর তাতেই সব ওলট পালট হয়ে যায় হারারের।  

শাস্তি হিসাবে ছয় ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি। সঙ্গে জরিমানা করা হয়েছে আরও আড়াই হাজার পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যা দুই লাখ ৭৭ হাজার টাকার মতো।

ইউনাইটেডের হয়ে এখনো মাঠে না নামলেও ও’হারা আয়ারল্যান্ডের হয়ে এর মধ্যেই দুই ম্যাচ খেলে ফেলেছেন। ম্যানচেস্টারে জন্ম হলেও হয়তো বুঝেছিলেন, জর্ডান পিকফোর্ড-নিক পোপ-ডি হেন্ডারসনদের হটিয়ে ইংল্যান্ডের মূল গোলরক্ষক হওয়া তাঁর কম্মো নয়!

খেলার মাঠে কামড় দেয়ার ঘটনা এই প্রথম নয়। উরুগুয়ের তারকা খেলোয়াড় লুইস সুয়ারেজ এই কাণ্ড ঘটিয়েছেন তিনবার। আয়াক্সে থাকার সময় পিএসভির ওটমান বাক্কালকে কামড়ে দিয়েছিলেন সুয়ারেজ। এরপর লিভারপুলে থাকার সময় চেলসির ব্রানিস্লাভ ইভানোভিচ শিকার হয়েছিলেন তাঁর কামড়ের। এমনকি ২০১৪ বিশ্বকাপে উরুগুয়ের হয়ে খেলতে নেমেও ইতালির কিয়েলিনিকে কামড়ে দিয়েছিলেন বর্তমানে বার্সেলোনার হয়ে খেলা এই তারকা ফুটবলার।

আগামীনিউজ/জাকিউল