‘মাশরাফি আমাদের ভাই, বন্ধু’

ক্রীড়া প্রতিবেদক মার্চ ৭, ২০২০, ১২:৩৫ এএম
ছবি: সংগৃহীত

ঢাকা : অধিনায়কত্বের শেষ ম্যাচ খেলে ফেলেছেন মাশরাফি বিন মুর্তজা। জিম্বাবুয়ের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজের শেষ ওয়ানডেটি হয়ে থাকল নড়াইল এক্সপ্রেসের নেতৃত্বের শেষ ম্যাচ। আর কখনো তাঁকে বাংলাদেশকে নেতৃত্ব দিতে যাবে না। কোনো তর্ক ছাড়াই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক তিনি। মাশরাফির নেতৃত্বে শেষটা সবাইকে ছুঁয়ে গেছে। সাধারণ দর্শক থেকে শুরু করে সতীর্থরাও বাদ যাননি।

মাঠেই তামিম মাশরাফিকে বর্ণনা করলেন এভাবে,‘ তিনি অবিশ্বাস্য! ২০১৪ সালে যখন নেতৃত্বভার নিলেন, ওয়ানডেতে দল হিসেবে আমাদের অবস্থান খুব একটা ভালো ছিল না। ২০১৪ থেকে ২০১৯-তিনি এমন একটা জায়গায় এনেছেন, বিশ্বের যেখানেই যাই খেলতে সবাই আমাদের শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে দেখে। এই পরিবর্তনটা অবিশ্বাস্য! অনেকবার মানুষ আমাকে একাদশ থেকে বাদ দিতে চেয়েছে, তিনি আমাকে সব সময়ই সমর্থন দিয়ে গেছেন। অধিনায়ক হিসেবে তিনি অসাধারণভাবে শেষ করলেন । এখনো তিনি খেলা চালিয়ে যাবেন, তাঁর জন্য শুভকামনা।’

মুশফিকুর মনে করেন মাশরাফি একজন কিংবদন্তি। তিনি বলেন,‘ বাংলাদেশ ক্রিকেটে তিনি একজন কিংবদন্তি। অসাধারণ শুধু খেলোয়াড় হিসেবেনন, মানুষ হিসেবেও। তাঁর জন্য প্রার্থনা, তিনি আরও খেলা চালিয়ে যাবেন। এখনো তিনি যেভাবে বোলিং করেন অন্তত দুই বছর আরও খেলা চালিয়ে যেতে পারবে। তাঁকে অনেক মিস করব। তবে তিনি এখনও বাংলাদেশ ক্রিকেটের বড় বিজ্ঞাপন। তাঁর জন্য শুভকামনা।’

মাহমুদউল্লাহ ব্যক্তি জীবনে ছিলেন খুবই বন্ধুবাৎসল। সবার সঙ্গেই ছিল তার দারুন সম্পর্ক। তাই তো মাহমুদউল্লাহ বলছেন,‘ তিনি আমাদের একজন ভাই, একজন বন্ধু। বাংলাদেশ ক্রিকেটের জন্য তিনি অনেক করেছেন। আমাদের অনেক সমর্থন করেছেন। বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়ক। আমাদের সুন্দরভাবে এক সুতোয় গেঁথেছেন। যখন তিনি অধিনায়কত্ব পেয়েছিলেন, আমরা খুব একটা ভালো করতে পারছিলাম না। তাঁকে কৃতিত্ব দিতেই হবে। হৃদয়ের অন্তস্থল থেকে তাঁকে ধন্যবাদ জানাই।’

মাশরাফির নেতৃত্বের শেষ ম্যাচে ১৭৬ রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন লিটন দাস। তিনি বলেন,‘ তাঁর মর্যাদা অনেক ওপরে। তাঁর অধীনে আমার অভিষেক হয়েছিল। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। সব সময়ই আমাকে সমর্থন করে গেছেন। তাঁর মতো অধিনায়ক পাওয়া অনেক বড় ব্যাপার। তাঁকে সব সময়ই মিস করব। মাঠে তিনি যখন থাকেন তিনি যে এত বড় খেলোয়াড় বোঝা যায় না। অনেক মজা করেন, ভীষণ বন্ধুসুলভ।’

আগামীনিউজ/রবিউল/জাকিউল