ঢাকা : উয়েফার আর্থিক নীতি অমান্য করে চ্যাম্পিয়নস লিগে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। এই দু:সময়ের মধ্যে ইংলিশ লিগ কাপের শিরোপা জিতে খানিকটা স্বস্তি ফিরেছে সিটিজেন শিবিরে। ফাইনালে অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে পেপ গার্দিওলার শিষ্যরা।
রবিবার রাতে ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত শিরোপা নির্ধারনী ম্যাচের ২০তম মিনিটে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। ফোডেনের হেড থেকে পাওয়া বলে প্রথম গোলটি করেছেন সার্জিও আগুয়েরো।
পালটা আক্রমণে উঠতে গিয়ে আবারো খেই হারায় সিংহরা। গুন্দোগান-হার্নান্দেজদের আটকাতে হিমশিম খেতে থাকে তারা। ৩০ মিনিটে আবারো গোল দেখে ওয়েম্বলির ৮২ হাজার দর্শক। এবার গুন্দোগানের কর্ণার থেকে মাথা ছুঁইয়ে দলের ব্যবধান দ্বিগুণ করেন রদ্রি।
ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা করতে থাকে ভিলা। ভাগ্য দেবী সহায়ও হয় ৪১ মিনিটে। দুর্দান্ত এক ডাইভিং হেডে স্কোরশিটে নাম লেখান তানজানিয়ার ফরোয়ার্ড সামাত্তা।
বিরতি থেকে ফিরে, আক্রমণের কৌশলে পরিবর্তন আনেন পেপ গার্দিওলা। খেলোয়াড়ও বদলে নেন তিনজন। কিন্তু, সিংহের ডেরা ছিলো অটুট। চেষ্টা করেও, গোল পায়নি সিটিজেন বাহিনী। তবে, গোল করতেও দেয়নি ভিলা'কে।
তবে, এসব নিয়ে ভাববার তখন সময় কই? সিটিজেনরা যে টানা তৃতীয় শিরোপা ঘরে তুলে ফেলেছে। অন্য টুর্নামেন্টে পারফরম্যান্স যাই হোক না কেন, লিগ কাপের শেষ পাঁচ বছরের ৪টা শিরোপাই দখলে নিয়েছে ম্যানচেস্টার সিটি।
শেষ পাঁচবছরে এটি সিটিজেনদের চতুর্থ লিগ কাপ জয়। আর সব মিলিয়ে সপ্তম। সবচেয়ে বেশি লিগ কাপ জেতা লিভারপুলকে ছুঁতে আর এক শিরোপা প্রয়োজন ম্যানসিটির।
আগামীনিউজ/জাকিউল