নাপোলির মাঠে স্বস্তির ড্র বার্সেলোনার

ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ২৬, ২০২০, ১১:৪০ এএম
ছবি সংগৃহীত

ঢাকা : ঘরের মাঠে সব সময়ই শক্তিশালী প্রতিপক্ষ নাপোলি। আরো একবার সেই প্রমাণ পেল বার্সেলোনা। তবে শেষ অবধি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে স্বাগতিকদের সাথে ১-১ গোলের সমতায় স্বস্তি নিয়ে ফিরেছে লিওনেল মেসিরা।  

গেল রাতে নেপলসে শুরুতে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ড্র করতে সমর্থ হয় স্প্যানিশ জায়ান্টরা। এদিন খুব একটা সুবিধা করে উঠতে পারেননি  লিওনেল মেসি। বার্সেলোনা অধিনায়ককে কড়া নজরে রাখে নাপোলির রক্ষণভাগ। তাতে সফলও হয় স্বাগতিকরা।  

ম্যাচের নবম মিনিটে প্রথম সুযোগ পায় বার্সেলোনা। ফ্রাঙ্কি ডি ইয়ংয়ের সঙ্গে দেওয়া নেওয়া করে নেওয়া মেসির দূরপাল্লার শট লক্ষ্যে থাকেনি।  ১২তম মিনিটে ভালো সুযোগ ছিল হোসে কালেহনেরও। তবে তিনিও মার্টিনের মতো দুর্বল শট নেন, যা সহজেই ধরে ফেলেন নাপোলির গোলরক্ষক টের স্টেগেন।

তবে ৩০তম মিনিটে কোন ভুল করেননি মার্টিন। পিওতর জিলিনস্কির কাছ থেকে বল পেয়ে প্রায় ২০ গজ দূর থেকে নেওয়া জোরালো শটে লক্ষ্যেভদ করেন এ বেলজিয়ান ফরোয়ার্ড। বিরতির আগে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিল নাপোলি। কিন্তু কস্তাস মানোলাসের একটি ক্লোজ শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে বার্সেলোনা। ৫৭তম মিনিটে গোলমুখে দেওয়া নেলসন সেমেদোর কাটব্যাক থেকে আলতো টোকায় বল জালে জড়ান আতোঁয়ান গ্রিজমান। অবশ্য এ গোলের মূল নায়ক ছিলেন সের্জিও বুসকেতস। সেমেদো নিখুঁত এক পাস দিয়েছিলেন তিনি। তবে ঘরের মাঠে দ্বিতীয় লেগে খেলতে পারবেন না।

৬১তম মিনিটে দুই ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ এক কোণাকোণি শট নিয়েছিলেন লোরেঞ্জো ইনসিঙ্গে। তবে সে শট ঠেকিয়ে দেন বার্সা গোলরক্ষক। দুই মিনিট পর দিনের সেরা সুযোগটি পেয়ে মিস করেন কালেহন। আরকাউইজ মিলিচের কাছ থেকে একবারে ফাঁকায় বল পেয়ে যান তিনি। কিন্তু অবিশ্বাস্য দক্ষতায় সে শট ফিরিয়ে দেন দলকে বাঁচান বার্সা গোলরক্ষক টের স্টেগেন।

৭৬ মিনিটে তার কর্নার থেকে উমতিতি ঠিক সময়ে হেড নিতে না পারায় সুযোগ হারায় অতিথি দল। খেলা শেষ হওয়ার কয়েক মিনিট আগে মেসির পাস থেকে আর্থারের শট গোলবারের ওপর দিয়ে যায়।

ম্যাচে উত্তাপের কমতি ছিল না। মেসির সঙ্গে বার্সার আক্রমণভাগের বাকি দুই খেলোয়াড়ও দেখেছেন হলুদ কার্ড। সবচেয়ে বড় ধাক্কা তারা খেয়েছে মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে আর্তুরো ভিদালের দুটি হলুদ কার্ডে। ৮৯ মিনিটে মারিও রুইকে কঠিন ট্যাকল করার পর তাকে ঢুশ দেওয়ার শাস্তি পান চিলিয়ান ফরোয়ার্ড। তাতে দ্বিতীয় লেগে বার্সার হয়ে খেলতে পারবেন না তিনি। শঙ্কা রয়েছে জেরার্দ পিকেকে নিয়েও। গোড়ালির চোটে বদলি মাঠ ছাড়তে হয় বার্সার সেন্ট্রাল ডিফেন্ডারকে।

শেষ অবধি ঘরের মাঠে নাপোলি আর গোল না পাওয়ায় অ্যাওয়ে ম্যাচ ড্র রাখতে সক্ষম হয় বার্সেলোনা। যা দ্বিতীয় লেগের আগে নিঃসন্দেহে বিরাট অ্যাডভান্টেজ মেসিদের জন্য। 

আগামীনিউজ/জাকিউল