ঢাকা : সেই ২০০৯ সালের কথা। লাহরে শ্রীলঙ্কান টিম বাসে সন্ত্রাসী হামলার পর পাকিস্তান থেকে নির্বাসিত হয় আন্তজার্তিক ক্রিকেট। এরপর থেকে ঘরের মাঠে ক্রিকেট ফেরারে ব্যাপক তৎপরতা শুরু করে পাক ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাতে সহায়তার হাত বাড়িয়ে দেন ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপজয়ী অধিনায়ক ড্যারেন স্যামি। এই ক্যারিবীয় ক্রিকেটারের অবদানের স্বীকৃতি দিতে যাচ্ছে পাকিস্তান।
পাকিস্তান সুপার লিগ-এর (পিএসএল) জন্মলগ্ন থেকে পেশাওয়ার জালমি দলের হয়ে খেলেন সামি। বর্তমানে তিনিই দলটির অধিনায়ক। পাকিস্তানে শীর্ষ পর্যায়ের ক্রিকেট ফেরাতে সামির অবদান রয়েছে বলে মনে করে পাকিস্তান সরকার। তাই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান স্যামিকে নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে। পাশাপাশি পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার নিশান-ই-হায়দার পাচ্ছেন এই ক্যারিবীয় ক্রিকেটার।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) টুইট করে জানিয়েছে, দেশটির রাষ্ট্রপতি আরিফ আলভি আগামী ২৩ মার্চ ড্যারেন স্যামিকে নাগরিকত্ব ও সর্বোচ্চ বেসামরিক পুরস্কারে সম্মানিত করবেন।
সামিকে পাকিস্তানের নাগরিকত্ব দেওয়ার দাবি তুলেছিলেন পেশাওয়ার জালমির মালিক জাভেদ আফ্রিদি। তিনিই প্রথম পাকিস্তানের রাষ্ট্রপতির কাছে সামিকে নাগরিকত্ব প্রদান ও পুরস্কার দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। একইসঙ্গে তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডকেও ব্যাপারটি গুরুত্ব দিয়ে ভেবে দেখার অনুরোধ করেছিলেন। আফ্রিদির ডাকে সাড়া দেন রাষ্ট্রপতি। পিসিবির তরফেও সায় দেওয়া হয়। সামি তৃতীয় ক্রিকেটার হিসাবে অন্য দেশের নাগরিকত্ব পাচ্ছেন। এর আগে অস্ট্রেলিয়ার ম্য়াথু হেডেন ও দক্ষিণ আফ্রিকার হার্সেল গিবসকে সেন্ট কিটস সরকার নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।
আগামীনিউজ/জাকিউল