হ্যাটট্রিকম্যান অ্যাগারের প্রিয় এক ভারতীয় অলরাউন্ডার

ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ২২, ২০২০, ০৪:২৫ পিএম
ছবি সংগৃহীত

ঢাকা : ওয়ান্ডারার্সে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হ্যাটট্রিক করেছেন অ্যাশটন অ্যাগার। টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় অস্ট্রেলিয় হিসেবে মাইলফলক ছুঁয়ে বাঁ-হাতি এই স্পিনার জানালেন তার প্রিয় ক্রিকেটারের নাম। তবে অ্যাগারের প্রিয় ক্রিকেটার কোনো অস্ট্রেলিয় নন, তিনি হলেন ভারতীয় এক অলরাউন্ডার। 

ভারতীয় রবীন্দ্র জাদেযাই হলো অ্যাশটন আগারের প্রিয় ক্রিকেটার। ‘ম্যাচের সেরা’ অ্যাগার বলেন, ‘ভারত সফরের পরে যাদেজার সঙ্গে দারুণ একটা আড্ডা দিয়েছিলাম। আমার ফেভারিট ক্রিকেটার তিনি। আমি যাদেজার মতোই খেলতে চাই। ও একেবারে রকস্টার। জোরে বল মারতে পারে, দুর্দান্ত ফিল্ডার আর বলও ঘোরায়। মাঠে নামলে ওর আত্মবিশ্বাস ফুটে ওঠে। চেষ্টা করছি ওর মতো বল ঘোরাতে। যখন ব্যাট করে তখন পুরোদস্তুর পজিটিভ মানসিকতা নিয়ে নামে। ফিল্ডিংয়ের সময়ও সেই মানসিকতা ধরা পড়ে।’

শুক্রবার রাতে জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হ্যাটট্রিক করেন অ্যাগার। ১৯৭ রান তাড়া করতে নেমে ১৪.৩ ওভারে মাত্র ৮৯ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া ইনিংসের অষ্টম ওভারে হ্যাটট্রিক পূর্ণ করেন অ্যাগার। সাবেক প্রোটিয়া অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি, পেহলুখাওয়া ও ডেল স্টেইনকে ব্যাক টু ব্যাক ডেলিভারিতে ফেরান অ্যাগার ৷

আগামীনিউজ/জাকিউল