ঢাকা : প্রবাদ আছে ‘যত গর্জে তত বর্ষে না’। এত দিন তর্জন গর্জন করে নির্বাচনের আগ মুহুর্তে নিজেকে গুটিয়ে নিয়েছেন তরফদার মো. রুহুল আমিন। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বর্তমান সভাপতি কাজী মো. সালাউদ্দিনকে বিনা বাঁধায় নির্বাচিত হতে দিতে রাজি না সহ সভাপতি বাদল রায়।
আসন্ন বাফুফে কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সালাউদ্দিনের বিরুদ্ধে সভাপতি পদে নির্বাচন করবেন বাদল রায়। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) মোহামেডান স্পোর্টিং ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন বাফুফের বর্তমান এই সহ সভাপতি।
বাদল রায় বলেছেন, ‘আমি নতুন জীবন পেয়েছি। আগেও ফুটবলের সংকটকালে এগিয়ে এসেছি। এখনও মনে করছি ফুটবলে খারাপ সময় যাচ্ছে। তাই নিজের বিবেকের তাড়না থেকেই আসন্ন নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করতে চাই। সালাউদ্দিন ভাইয়ের বিপক্ষে কেউ যদি নির্বাচনে না দাঁড়ায় তবে আমি দাঁড়াবো। তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেতে দেবো না।’
তিনি বলেন, ‘আমি এখনও মনে সালাউদ্দিন ভাইয়ের বিপক্ষে কেউ না কেউ দাঁড়াবে। নিশ্চয় আমার মতো কেউ এগিয়ে আসবে। ফুটবলকে বাঁচাবে। তা নাহলে আমিই করবো নির্বাচন।’
তরফদার মো. রুহুল আমিন প্রসঙ্গে বাদল রায় বলেন, ‘তরফদার সাহেব আসলেন। তিনি শেখ কামালকে স্মরণ করলেন, টুর্নামেন্ট করলাম। সালাউদ্দিন সাহেবকে কখনও শেখ কামালের নাম নিতে শুনিনি। উনি নাকি কামালের বন্ধু। তরফদারকে সমর্থন করি এই কারণে যে, তিনি এগিয়ে এসেছেন, অর্থ দিলেন, তাকেই তো সমর্থন করবো। নাকি যিনি ধ্বংস করেছেন তাকে করবো? তরফদারের সিদ্ধান্তে আমি প্রস্তুত ছিলাম না। ফুটবল তো মরে গেছে, কবর দেওয়া বাকি। তিনি বসিয়ে দিলেন তরফদারকে। চাপ তো আমিও দিতে পারি। আমি এখনও ফিট কাজের জন্য। চেয়েছি কাজ করতে, পারিনি।’
আগামীনিউজ/জাকিউল