ঢাকা : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের ভাষ্য অনুযায়ী ক্রিকেট ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছেন মাশরাফী বিন মোর্ত্তজা। শেষবারের মতো জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবেন নড়াইল এক্সপ্রেস খ্যাত এই ক্রিকেটার। তাহলে টাইগারদের নতুন ওয়ানডে অধিনায়ক কে?
এই প্রশ্নের উত্তর দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, ‘আগামী ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে আমাদের দল গোছাতে হবে। একজন অধিনায়কও ঠিক করতে হবে। বিশ্বকাপের আগে অন্তত দুই বছর যেন ওই অধিনায়কের নেতৃত্বে টিমটা খেলতে পারে। সুতরাং খুব দ্রুত আমরা ওয়ানডেতে নতুন অধিনায়কের নাম ঘোষণা করবো। সম্ভবত আগামী ৭-৮ তারিখে বোর্ড সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত হবে।’
মাশরাফী পরবর্তী অধিনায়ক হিসাবে সাকিব আল হাসানের প্রসঙ্গ তোলা হলে বিসিবি সভঅপতি বলেন, ‘ওয়ানডেতে (সাকিব) তো অবশ্যই। সে যদি ফিরে আসে এবং ফর্মে থাকে, তাহলে ওয়ানডে নেতৃত্বের তো সে-ই মূল দাবিদার।’
জুয়াড়ির কাছ থেকে ম্যাচ পাতানোর বা স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিটকে না জানানোয় শাস্তির খড়গ নেমে এসেছে সাকিব আল হাসানের উপর। এক বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের জন্য সব রকমের ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ককে।
প্রথম এক বছরের নিষেধাজ্ঞা চলাকালীন নতুন করে কোনো অপরাধ না করলে পরবর্তী এক বছরের শাস্তি পেতে হবে না তাকে। সেক্ষেত্রে আগামী ২০২০ সালের ২৯ অক্টোবর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন সাকিব।
ফলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও সাকিবের খেলা নিয়ে অনিশ্চয়তা আছে। অন্তত বাছাইপর্ব আর মূল আসরের কয়েকটা ম্যাচে তার না থাকা নিশ্চিত। তাছাড়া দীর্ঘ বিরতি শেষে সরাসরি মাঠে নামাও একপ্রকার অসম্ভব ব্যাপার। সেক্ষেত্রে আসন্ন বিশ্বকাপেও মাহমুদউল্লাহকেই অধিনায়কের ভূমিকায় দেখা যাবে, এমনটাই ইঙ্গিত দিয়েছেন পাপন। তাছাড়া আপাতত মাহমুদউল্লাহ ছাড়া আর বিকল্পও তো নেই।
আগামীনিউজ/জাকিউল