ঢাকা : বঙ্গবন্ধু শহীদ স্মৃতি হকি টুর্নামেন্টের শিরোপা জিতে নিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ সেনাবাহিনীকে ৬-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে জিমি-চয়ন-কৌশিকরা
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নৌবাহিনীর পক্ষে আশরাফুল ইসলাম ২টি, মাহবুব হোসেন, রাসেল মাহমুদ জিমি, মইনুল ইসলাম কৌশিক ও আবেদ উদ্দিন ১টি করে গোল করেন। অপরদিকে সেনাবাহিনীর পক্ষে ১টি করে গোল করেন মনোজ বাবু, মিলন হোসেন ও নাঈম উদ্দিন।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন নৌবাহিনীর মইনুল ইসলাম কৌশিক। এছাড়া ৬টি গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন মাহবুব হোসেন।
ফাইনাল শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন পৃষ্ঠপোষক ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন। এ সময় উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও বাহফের সহ সভাপতি জাকি আহমেদ রিপন, বাহফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ ও যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম কিসমত।
আগামীনিউজ/জাকিউল