ঢাকা : ভারত দ্বিতীয়বার ওয়ানডে বিশ্বকাপ জেতে ২০১১ সালে। সেই জয়ের পিছনে অনবদ্য ভূমিকা রেখেছেন যুবরাজ সিং। এরপর মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে মাঠের বাহিরে চলে যান এই অলরাউন্ডার। সুস্থ হয়ে বাইশ গজে ফিরে আগের ফর্মে দেখা যায়নি তাকে। ফলে খানিকটা বাধ্য হয়েই আন্তজার্তিক ক্রিকেটকে গুডবাই বলে দেন যুবি। এবার নতুন অবতারে হাজির এই ক্রিকেটার।
যুবরাজ সিংয়ের স্ত্রী হেজল কিচ বলিউডের নামকরা অভিনেত্রী। স্ত্রীর হাত ধরে এবার অভিনয় জগতে প্রবেশ করলেন ভারতীয় অলরাউন্ডার। যুবরাজকে দেখা যাবে নতুন এক ওয়েব সিরিজে। ওই ওয়েব সিরিজে অভিনয় করবেন তাঁর স্ত্রী হেজল কিচও। তবে এই সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করবেন যুবরাজের ভাই জোরাভার। এতে দেখা যাবে যুবরাজের মা শবনম সিং-কেও৷ যুবরাজের বাবা যোগরাজ সিং এক সময় অভিনয় জগতের পরিচিত নাম ছিলেন।
মঙ্গলবার গুয়াহাটিতে প্রযোজক সংস্থার তরফে একথা জানান নীতা শর্মা। সংবাদ সম্মেলনে যুবরাজের মা শবনমকে পাশে নিয়ে নীতা শর্মা বলেন, ‘যুবরাজ ও তার পরিবারকে নিয়ে এই ওয়েব সিরিজ করতে পেরে আমরা সম্মানিত। আমাদের লক্ষ্য হল, অসমের উঠতি প্রতিভাদের তুলে ধরা।’
যুবরাজের মা ছেলের ওয়েব সিরিজে অভিষেক নিয়ে বলেন, ‘সবাই বিশ্ব দেখবে আসল যুবরাজ ও জোরাভারকে দেখবে। ওয়েব সিরিজে কেন্দ্রীয় চরিত্র জোরাভার ঘিরে। মা হিসেবে আমার দুই ছেলে এবং পুত্রবধূকে নিয়ে আমি ভীষণ গর্বিত।’
এই ওয়েব সিরিজের লেখক বিপিন উনিয়াল। যিনি অক্ষয় কুমারের আসন্ন সিনেমা ‘বচ্চন পাণ্ডে’র চিত্রনাট্য লিখেছেন। এছাড়াও এই সিরিজে বেশ কয়েকজন বলিউড অভিনেতা-অভিনেত্রীকে দেখা যাবে বলেও জানান নীতা শর্মা।
আগামীনিউজ/জাকিউল