শাহরুখের রাস্তা ধরে সিপিএলে প্রীতি জিনতা

ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ১৮, ২০২০, ০৪:২৭ পিএম
ছবি সংগৃহীত

ঢাকা : কিং খান শাহরুখ আগেই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দল কিনেছিলেন। এবার বাদশাহর দেখানো রাস্তায় হাঁটলেন বলিউড সুন্দরী প্রীতি জিনতা। তিনিও সিপিএলে দল কিনে নেওয়ার যাবতীয় কাজ সম্পন্ন করেছেন। কিংস ইলেভেন পাঞ্জাবের অন্যতম মালিক নেস ওয়াদিয়া সংবাদসংস্থা পিটিআইকে সোমবার বলেছেন, ‘আমরা সিপিএলে চুক্তির একদম শেষ পর্যায়ে। বিসিসিআইয়ের অনুমোদন পেলেই দলের গঠনগত দিক ও নাম জানানো হবে।’

ওয়াদিয়া এখানেই না থেমে যোগ করেছেন,‘ কিংস ইলেভেনের অন্যতম অংশীদার মোহিত বর্মণ এই মুহূর্তে চুক্তি করতে গিয়েছেন ক্যারিবিয়ান অঞ্চলে। এই চুক্তির বিষয়ে সাহায্য করার জন্য সেন্ট লুসিয়ার প্রধানমন্ত্রী অ্যালান চেস্টানেট ও পর্যটন মন্ত্রী ডমিনিক ফেডেকে আন্তরিক ধন্যবাদ। আমরা নয় মাস ধরে এই চুক্তি করার জন্য চেষ্টা চালিয়ে গিয়েছি।’

সিপিএলে খেলা সেন্ট লুসিয়া জুকস ছয় দলের অন্যতম। বর্তমানে এই ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক ড্যারেন স্যামি।  স্যামি আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতেও খেলেছেন। ২০১৫ সালে ত্রিনবাগো নাইট রাইডার্স কিনেছিল শাহরুখ খান। তিনবার আইপিএল জেতা কেকেআর আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি।

সেন্ট লুসিয়ার সিপিএলে সেরা পারফরম্যান্স ২০১৬ সালে চতুর্থ স্থান দখল করা। সিপিএলের সিইও পিট রাসেল এক বিবৃতিতে এই চুক্তিকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, ‘এই নতুন ফ্র্যাঞ্চাইজি দলকে সিপিএলে স্বাগত জানাচ্ছি। সিপিএল ও সেন্ট লুসিয়া জুকসের জন্য এটা দারুণ খবর। আগামী মৌসুমে সেন্ট লুসিয়া জুকস কেমন পারফরম্যান্স করে সেটা দেখার জন্য মুখিয়ে রয়েছি।’ এ বছরের আগস্টের ১৯ তারিখে শুরু হবে সিপিএল। ফাইনাল হবে ২৬ সেপ্টেম্বর। 

আগামীনিউজ/রবিউল/জাকিউল