জিম্বাবুয়ের উইকেট ফেলতে পারছে না বিসিবি একাদশ

ক্রীড়া প্রতিবেদক ফেব্রুয়ারি ১৮, ২০২০, ১২:০৬ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকা : বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের আগে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছে জিম্বাবুয়ে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেএসপিতে বিসিবি একাদশের বিরুদ্ধে টসে জিতে ব্যাট করতে নেমেছে সফরকারীরা। এ প্রতিবেদন লেখার সময় জিম্বাবুয়ে ২৬ ওভারে বিনা উইকেটে ৮৯ রান তুলেছে। প্রিন্স মাসভুরে ৩৯ এবং কাসুজা ৪৬ রান নিয়ে ব্যাট করছেন।

এই ম্যাচটির দিকে সবাই তাকিয়ে আছে। কারণটা আর কিছু নয়, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের ছয় সদস্য বিসিবি একাদশের হয়ে এই ম্যাচে খেলছেন। আকবর-শরিফুলদের এই ম্যাচে নেতৃত্বের আর্মব্যান্ড তুলে দেওয়া হয়েছে আল আমিন জুনিয়রের কাঁধে। অনূর্ধ্ব-১৯ দলের ছয় জনের সঙ্গে বিসিবি একাদশে খেলছেন একঝাঁক তরুণ ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা বলতে শুধু মোহাম্মদ নাঈম ও আমিনুল ইসলামের রয়েছে।

অনূর্ধ্ব-১৯ দলের যে ছয় জন ক্রিকেটার খেলছেন তারা হলেন, আকবর আলী, মাহমুদুল হাসান, শরিফুল ইসলাম, পারভেজ হোসেন, তানজিদ হাসান ও শাহাদাত হোসেন।

বিসিবি একাদশ: মোহাম্মদ নাঈম, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, আকবর আলী, আল আমিন জুনিয়র, ফারদিন অনি, শরিফুল ইসলাম, সুমন খান, মুকিদুল ইসলাম, আমিনুল ইসলাম, রিশাদ হোসেন , শাহাদাত হোসেন ও তানজিদ হাসান।

আগামীনিউজ/রবিউল/জাকিউল