মাহমুদউল্লাহ বাদ নয় বিশ্রামে বললেন প্রধান নির্বাচক

ক্রীড়া প্রতিবেদক ফেব্রুয়ারি ১৭, ২০২০, ০৯:২৯ এএম
মাহমুদউল্লাহর না থাকা এবং দলে বদল নিয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি প্রধান নির্বাচক। ছবি: সংগৃহীত।

ঢাকা : জিম্বাবুয়ে টেস্টের জন্য বেশ কয়েকটি পরিবর্তন এনেছেন নির্বাচকরা। মাহমুদউল্লাহ এই টেস্ট থেকে বাদ পড়তে যাচ্ছেন এটা আগেই সবাই জেনে গিয়েছিল। কিন্তু প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানিয়েছেন মাহমদুল্লাহ বাদ নয়, তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) জিম্বাবুয়ে টেস্টের জন্য ১৬ জনের প্রাথমিক দল দেওয়া হয়েছে। পাকিস্তান সফরে বাদ পড়া মোস্তাফিজুর রহমান আবার দলে ফিরেছেন।

ফিরেছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। পাকিস্তানে টেস্ট দলে থাকা দুই পেসার আল আমিন এবং রুবেল হোসেনকে বাদ দেওয়া হয়েছে। বিয়ের কারণে ছুটি নিয়েছেন সৌম্য সরকার। ফিরেছেন মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ। নতুন মুখ হিসেবে টেস্ট দলে সুযোগ পেয়েছেন ইয়াসির আলী ও তরুণ পেসার হাসান মাহমুদ।

মাহমুদউল্লাহর বাদ পড়া নিয়ে প্রধান নির্বাচক বলেছেন, ‘আমরা বাদ দিচ্ছি না। লাল বলের ক্রিকেটে তাঁর ফর্ম পড়তির দিকে বলেই তাঁকে টেস্ট দল থেকে বাদ দেওয়া হয়েছে। সে বিশ্রাম নিক। কিন্তু সে বিসিএলে খেলবে।’

পাকিস্তান সফরে বাদ পড়া মোস্তাফিজকে হুট করে দলে ফেরানোর কারণ কী? মিনহাজুল বললেন,‘ কোচ বিসিএলের খেলা খুব বেশি দেখেন না। টিম ম্যানেজমেন্ট ওদের বিষয়ে আমাদের একটা ধারণা দিয়ে থাকে। সে বিসিএলে আগের মতোই বল করেছে।’ রুবেলের ব্যাপারে নির্বাচকদের মনোভাব, ‘সে এখন থেকে সাদা বলে মনোযোগ দিক।’

টেস্ট ক্রিকেটে রুবেলের রেকর্ড খারাপ জেনেও কেন নেওয়া হলো? প্রধা নির্বাচকের উত্তর,‘ তাসকিন চোটে থাকায় রুবেলকে নেওয়া হয়েছিল ব্যাকআপ পেসার হিসেবে। আল আমিন চোটে পড়ায় পাকিস্তানে খেলানো হয় রুবেলকে। আর টিম ম্যানেজমেন্ট থেকে রুবেলকে বলা হয়েছে সাদা বলের ক্রিকেটে মনোযোগ দেওয়ার জন্য।’

আগামীনিউজ/রবিউল/জাকিউল