বাংলাদেশ-ভারতের সাপোর্ট স্টাফদের ওপর ক্ষুব্ধ কপিল

ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ১৪, ২০২০, ০৮:৪০ পিএম
বাংলাদেশ-ভারত ফাইনালের পর কপিল দেব জানিয়েছেন ক্রিকেট আর ভদ্রলোকের খেলা নয়। ছবি: সংগৃহীত।

ঢাকা: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনাল শেষে বাংলাদেশ-ভারতের ক্রিকেটারদের মধ্যে হাতাহাতির ঘটনায় ক্ষুব্ধ বিশ্বকাপবিজয়ী অধিনায়ক কপিল দেব। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) মুম্বাইয়ে এক অনুষ্ঠানে রবি বিঞ্চুদের আচরণের তীব্র সমালোচনা করেছেন তিনি। কপিলকে প্রশ্ন করা হয়েছিল, ক্রিকেট ভদ্রলোকদের খেলা। সেখানে এ ধরনের আচরণ কতটা গ্রহণযোগ্য? ভারতের সাবেক অধিনায়কের উত্তর, ‘কে বলেছে ক্রিকেট ভদ্রলোকদের খেলা? আগে হয়তো ছিল। এখন আর নেই।’

কপিলের উত্তরেই স্পষ্ট, তিনি কতটা ক্ষুব্ধ। বিশ্বকাপ ফাইনাল শেষে হাতাহাতির কারণে পাঁচ ক্রিকেটারকে শাস্তি দিয়েছে আইসিসি। ভারতের আকাশ সিং ও রবি বিঞ্চুকে শাস্তি দেওয়া হয়েছে। বাংলাদেশের তৌহিদ হৃদয়, শামিম হোসেন ও রাকিবুল হাসানকে বেশ কয়েকটি ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।

ক্রিকেট মাঠে এমন ঘটনা কিভাবে দেখছেন? কপিল বলে গেলেন,‘ ম্যাচ শেষে যা হয়েছে তা অত্যন্ত ভয়ঙ্কর। যে কোনো দল ম্যাচে হারতেই পারে। কিন্তু এ ধরনের আচরণ একেবারেই কাম্য নয়। চুপচাপ ড্রেসিংরুমে ফিরে আসা উচিত ছিল। দু’দেশের ক্রিকেট বোর্ডের উচিত ওদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়া। যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।’

কপিল বেশি ক্ষুব্ধ, বাংলাদেশ-ভারতের সাপোর্ট স্টাফ ও ম্যানেজারের ওপর। তিনি বলছিলেন, ‘সবচেয়ে বেশি দোষ দেব অধিনায়ক, ম্যানেজার ও যাঁরা ডাগ আউটে বসেছিলেন তাঁদের। অনেক সময় একজন ১৮ বছর বয়সি ছেলে বুঝতে পারে না কী আচরণ করা উচিত। কিন্তু এ ধরণের কোনো ঘটনা যাতে না ঘটে সেটা তো ম্যানেজারের দেখতে হবে।’

আগামীনিউজ/রবিউল/জাকিউল