ঢাকা: বঙ্গবন্ধু বিপিএল খেলার পর পাকিস্তান সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন মুশফিকুর রহিম। এ নিয়ে তাঁকে সমালোচনাও শুনতে হয়েছে। পাকিস্তান সফর চলাকালিনই এই প্রশ্নটা উঠে গিয়েছিল যে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টেও থাকবেন না মুশফিকুর রহিম। এ নিয়ে তাঁকেও সরাসরি কথা বলতে হয়। মুশফিক জানিয়ে দেন, জিম্বাবুয়ের বিপক্ষে তাঁর না খেলার কারণ নেই। এই অবস্থার মধ্যেই মুশফিক বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ডে খেলতে নেমেছেন কক্সবাজারে। উত্তরাঞ্চলের হয়ে খেলছেন তিনি। সেখানে অসাধারণ এক সেঞ্চুরি মেরে মুশফিক জানিয়ে দিলেন তিনি তৈরি।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) পূর্বাঞ্চলের বিপক্ষে আগে ব্যাটিং করে ২৭২ রানে অলআউট হয়েছে বিসিবি উত্তরাঞ্চল। উত্তরাঞ্চলকে একাই টেনে নিয়ে গেছে মুশফিকের ১৪০ রানের ইনিংস। ইনিংসের শুরুর দিকে হাসান মাহমুদের বলে একবার সুযোগ পাওয়া বাদ দিলে ইনিংসে আর কোনো খুঁত নেই। মুশফিক খেলেছেনও ওয়ানডে মেজাজে। সেঞ্চুরি করেছেন ১১৬ বলে। ৯৯ রান থেকে তিন অঙ্কে পৌঁছেছেন হাসানকে ছক্কা মেরে।
পূর্বাঞ্চলের অফ স্পিনার নাঈম হাসানের দুর্দান্ত বোলিংয়ে সতীর্থ ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মধ্যে চালিয়ে যাচ্ছিলেন মুশফিক। হাসানের বলে বোল্ড হওয়ার আগে ১৬ চার, ১ ছক্কায় ৮৯.১৭ স্ট্রাইকরেটে করেছেন ১৫৭ বলে ১৪০।প্রথম শ্রেণির ক্রিকেটে এটি মুশফিকের ১১ নম্বর সেঞ্চুরি
মুশফিকের পর দলের দ্বিতীয় সর্বোচ্চ এসেছে নাঈম ইসলামের ব্যাট থেকে, উত্তরাঞ্চলের অধিনায়ক করেছেন ৩১ রান।পূর্বাঞ্চলের নাঈম পেয়েছেন ১০৭ রানে ৮ উইকেট। ১৯ বছর বয়সী অফ স্পিনার এ নিয়ে তৃতীয়বারের মতো পেলেন ৮ উইকেট।
আগামীনিউজ/রবিউল/জাকিউল