আকবর-হৃদয়দের এই নাচ কে শেখালেন?

ক্রীড়া প্রতিবেদক ফেব্রুয়ারি ১৩, ২০২০, ০৫:৪৫ পিএম
ছবি সংগৃহীত

ঢাকা : ম্যাচ জেতার পর বাংলাদেশের যুবাদের উদযাপন গোটা ক্রিকেট দুনিয়ার মন কেড়েছে। তাদের নৃত্য ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রা সংস্থা আইসিসিও তাদের পেজে পোস্ট করেছে। মাটির দিকে চোখ রেখে অনেকটা ক্রিস গেইলের গ্যাং নাম নৃত্য কে শেখালেন আকবর আলীদের?

অনেকের ধারণা গেইলের নাচই তারা নকল করছেন। আসলে তা কিন্তু নয়। দলের ফিল্ডিং কোচ ফয়সাল হোসেন ডিকেন্সই এই নাচের জনক। তিনিই নাকি খেলোয়াড়দের চাঙা রাখতে এই নাচের মুদ্রা শিখিয়েছেন। সে কথা নিজেই ফাঁস করেছেন ফয়সাল হোসেন। 

তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি আসলে কিছুই করিনি। সেলিব্রেশন করার জন্য সব দলেরই একটা কিছু দরকার। আমি ভাবলাম মজার একটা নাচ হলে কেমন হয়! তো ইংল্যান্ড বা নিউজিল্যান্ড সফরের কোনো এক ম্যাচের পর সবাইকে আমার রুমে ডেকে এনে মজা করেই একটা নাচ দেখাই। আমি যতটুকু পারি আর কি! রুম ছোট ছিল বলে আমি খাটের ওপর উঠে নাচটা নেচেছি, ওরা সবাই সেটা দেখে রুমের মধ্যে নেচেছে। এরপর তো খেলোয়াড়েরাই এই নাচে এক্সপার্ট হয়ে গেছে। ওরাই নাচটাকে বিখ্যাত করেছে।’

এটা আসলে কী ধরণের নাচ? ডিকেন্স জানিয়েছেন, এই নাচের কোনো নাম নেই। তিনি বলেন, ‘কোনো নাম নেই। তবে এই নাচের সুবিধা হলো এটা যে কোনো মিউজিকের সঙ্গে নাচা যায়, যে কোনো গান গাইতে গাইতে নাচা যায়। এবারের বিশ্বকাপে যেমন কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর হোটেলের মিটিং রুমে একটা পাঞ্জাবি গানের সঙ্গে সবাই এই নাচ নেচেছি। আবার মাশরাফি-তাসকিনের ‘কোপা কোপা’ যে গানটা আছে, সেটার তালেও নেচেছি।

আগামীনিউজ/রবিউল/জাকিউল