ঢাকা : দেশবাসীকে প্রথমবার বিশ্বকাপ জয়ের আনন্দে ভাসিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দক্ষিণ আফ্রিকা থেকে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বুধবার বিকালে দেশে ফিরেছে জুনিয়ার টাইগাররা। বিমান বন্দরে নানা আয়োজনে বরণ করা হয়েছে ক্রিকেট বীরদের। এবার নিজের শহরে ফিরেও ফুলের শুভেচ্ছায় সিক্ত হলো চাঁদপুরের মাহমুদুল হাসান ও শামীম হোসেন।
বিশ্বকাপ জয়ী দুই তারকার আসার খবরে সকাল থেকেই লঞ্চঘাটে ভিড় করতে শুরু করে ক্রিকেটপ্রেমীরা। মাহমুদুল ও শামীমকে বহনকারী লঞ্চ ঘাটে ভিরতেই উৎসবে মেতে ভক্ত সমর্থকরা। লঞ্চঘাটেই দুই ক্রিকেটারকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়।
এরপর বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে এই সংবর্ধনার আয়োজন করা হয়। সেখানে দুই খেলোয়াড়কে ফুল দিয়ে বরণ করেন চাঁদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। পরে শামীম ও জয় উপস্থিত ক্রীড়ামোদীদের উদ্দেশ্যে নিজেদের অনুভূতি প্রকাশ করেন।
শামীম বলেন, ‘অবশ্যই এটা ভালো লাগার মতো যে, আমরা এত বড় একটা অর্জন করতে পেরেছি। সবাই অনেক সাপোর্ট করেছে, এজন্য আমরা কৃতজ্ঞ।’
মাহমুদুল বলেন, ‘আমরা আত্মবিশ্বাস নিয়েই টুর্নামেন্টে অংশগ্রহণ করি। কারণ গত দুই বছর আমরা অনেক প্রস্তুত ছিলাম যে, আমরা এই টুর্নামেন্টে কিছু একটা করবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা ধারাবাহিকতা বজায় রাখতে পারি।’
চাঁদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামান বলেন, ‘এই দুই কৃতী ক্রিকেটারকে জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে বিশাল নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। মাহমুদুল ও শামীমের প্রতি আমাদের পরামর্শ থাকবে- তাদের যাত্রা মাত্র শুরু হলো, ভবিষ্যতে তারা জাতীয় দলে অংশগ্রহণ করবেন এবং জাতীয় দলের মাধ্যমে বিশ্বকাপ অর্জন করবেন।’
আগামীনিউজ/জাকিউল